টেস্টে বাংলাদেশের জন্য এমন দিন কমই এসেছে। ওয়েলিংটনে সাকিব আল হাসানের ব্যাটে রেকর্ড ২১৭। অার অধিনায়ক মুশফিক করলেন ১৫৯ রান। গড়লেন একাধিক রেকর্ড। তারই এক ঝলক চলুন দেখে নেই-
# সাকিব ও মুশফিক দুজন মিলে পঞ্চম উইকেট জুটিতে করেন ৩৫৯ রান। যা যেকোনো উইকেট জুটিতে বাংলাদেশের নতুন সর্বোচ্চ রানের রেকর্ড। এর আগে ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে তামিম ইকবাল ও ইমরুল কায়েস করেন ৩১২ রানের জুটি। এবার সেই রেকর্ড ভাঙ্গলেন সাকিব-মুশফিক।
# সাকিব থেমেছেন ২১৭ রানে। বাংলাদেশের ইতিহাসের টেস্টে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস। একইসঙ্গে তামিমেরও। এর আগে করেন ১৪৪ রান, ২০১১ সালে। প্রতিপক্ষ পাকিস্তান। শুক্রবার ভাঙ্গেন তামিম ইকবালের ২০৬ রানের রেকর্ড।
# সাকিব এবং মুশফিকের এই জুটি নিউজিল্যান্ডের মাঠে তৃতীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে। বিদেশি জুটির সর্বোচ্চ রানের জুটির মধ্যে নাম্বার ওয়ান। ১৯৭৩ সালে ডানেডিনে পাকিস্তানের আসিফ ইকবাল ও মুশতাক মোহাম্মদ মিলে ৩৫০ রান করেন।
# সাকিব-মুশফিক মিলে শুক্রবার টেস্ট ইতিহাসে পঞ্চম উইকেটে সর্বকালের চতুর্থ সর্বোচ্চ রানের জুটি গড়েন। স্যার ডন ব্র্যাডম্যান ও সিড বার্নেস ১৯৪৬ সালে ৪০৫ রান করেন। যা পঞ্চম উইকেট রেকর্ড গড়া জুটি।
# বেসিন রিজার্ভে নবম সর্বোচ্চ রানের ইনিংস খেললেন সাকিব। যা বিদেশি ক্রিকেটারদের মধ্যে পঞ্চম সর্বোচ্চ। ব্রেন্ডন ম্যাককালামের ৩০২ রান করে আছৈন শীর্ষে।
# দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ ৭ উইকেটে তুলেছে ১ম ইনিংসে ৫৪২ রান। যা বিদেশের মাটিতে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় স্কোর। ২০১৩ সালে শ্রীলঙ্কার গলে ৬৩৮ রান করে দল।
Discussion about this post