বাংলাদেশ তাহলে এমনই, কঠিন পরীক্ষায় বরাবরই পাশ! ওয়ানডে আর টি-টুয়েন্টি লড়াইয়ে নিউজিল্যান্ডের কাছে পাত্তা পায়নি। কিন্তু টেস্টের অভিজাত আঙ্গিনায় বাজিমাত টাইগারদের। আরেকটু সরাসরি বলা যায় চমকে দিলেন সাকিব আল হাসান এবং মুশফিকুর রহীম। একজন ডাবল সেঞ্চুরি আরেকজন দেড়শ ছাড়ানো ইনিংস। আর তাতেই লেখা হল ইতিহাস।
মুশফিকুর রহিমকে আউট করে করে ৮২.২ ওভার স্থায়ী ৩৫৯ রানের রেকর্ড গড়া জুটি ভাঙেন ট্রেন্ট বোল্ট। বাংলাদেশের পক্ষে যেকোনো উইকেটে এটিই এখন সর্বোচ্চ জুটি। এর আগে ২০১৫ সালে খুলনা টেস্টে তামিম-ইমরুল কায়েস ৩১২ রানের জুটি গড়েন। সেই রেকর্ড শুক্রবার ভেঙ্গে দিলেন সাকিব-মুশফিক।
শুধু এখানেই শেষ নয়, ইতিহাস জানাচ্ছে- নিউজিল্যান্ডের মাঠে এটি অতিথি দলগুলোর যেকোনো উইকেট জুটিতে নতুন এক রেকর্ড। তারা ৪৪ বছর পুরোনো জুটির রেকর্ড ভেঙ্গে দিলেন।
মুশফিক ১৫৯ করে আউট হতেই শেষ হয় স্বপ্নের জুটির অভিযান। ১৯৭৩ সালে ডানেডিন টেস্টে চতুর্থ উইকেটে ৩৫০ রান যোগ করেন পাকিস্তানের আসিফ ইকবাল ও মুশতাক মোহাম্মদ। সেটিই এতোদিন ছিল নিউজিল্যান্ডে সফরকারী দলগুলোর সর্বোচ্চ জুটি। সেই রেকর্ড পেছনে ফেলে দিলেন সাকিব-মুশফিক!
টেস্টে যে কোনো উইকেটে প্রতিপক্ষের মাঠে সবচেয়ে বেশি রান করার রেকর্ডে সাকিব-মুশফিক জুটি এখন ১৪ নম্বরে। রেকর্ড এই টেস্টে সাকিবের ব্যাটে ২১৭। যা কীনা টেস্টে বাংলাদেশের যে কোন ব্যাটসম্যানের সর্বোচ্চ রানের ইনিংস। এদিন পেরিয়ে যান তিনহাজার রানের মাইলফলক।
আর বাংলাদেশ কিউইদের বিপক্ষে টেস্টের ২য় দিন শেষে ১ম ইনিংসে করেছে ৭ উইকেট হারিয়ে ৫৪২ রান।
Discussion about this post