তাহলে অপরাধ না করেও জেলে যেতে হবে ওয়াসিম আকরামকে? করাচির একটি আদালত বুধবার তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল। একটি মামলার শুনানিতে ৩১ দিন হাজিরা না দেওয়ায় এই কিংবদন্তির বিরুদ্ধে এমন পরোয়ানা দেয়া হয়।তবে আদালতের এই রায়ে জামিন পেতে হলে আবেদন করতে হবে তাকে।১৯৯১ বিশ্বকাপ জয়ী পাকিস্তান দলের তারকা মামলা করতে গিয়ে নিজেই যেন ফেঁসে যাচ্ছেন!
এইতো বছর খানেক আগে করাচির রাস্তায় অবসরপ্রাপ্ত এক সেনা কর্মকর্তার গাড়ির সঙ্গে ওয়াসিমের গাড়ির সংঘর্ষ হয়। তখন সেই সেনা কর্মকর্তা পিস্তল বের করে আকরামকে গুলি করার হুমকি দেন। এমন কী গুলিও নাকি ছুড়েছিলেন! এ ঘটনায় করাচির এক আদালতে মামলা করেন ওয়াসিম।
যদিও এরপর দুই পক্ষের মধ্যে আদালতের বাইরে এক প্রকার সমঝোতা হয়। এ জন্য মামলার শুনানিতে আদালতে যাননি আকরাম। তারপরই মামলার শুনানিতে পাকিস্তানি সাবেক এই পেসারকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়।
আদালতের এই রায়ে সমস্যায় পড়লেন ওয়াসিম। ১৭ জানুয়ারি তিনি থাকবেন অস্ট্রেলিয়াতে। পাকিস্তান-অস্ট্রেলিয়ার ওয়ানডে সিরিজে ধারাভাষ্য দেওয়ার কথা রয়েছে এই কিংবদন্তির। তবে গ্রেফতারি পরোয়ানা এড়াতে তিনি কি করেন সেটাই এখন দেখার।
Discussion about this post