একের বলে মধুর প্রতিশোধ। বাংলাদেশের মাটি থেকে হোয়াইটওয়াশ হয়ে ফিরেছিল তারা। এবার জবাবটা নিজ দেশে পুষিয়ে নিল নিউজিল্যান্ড। টানা দুই হারে কিউইদের বিপক্ষে হোয়াইটওয়াশের শঙ্কায় নিয়ে শনিবার মাঠে নেমিছিল মাশরাফি বিন মর্তুজার দল। মাঠের লড়াইয়ে সেই শঙ্কা কাটিয়ে উঠা হল না। বরং ব্যাটসম্যানদের ব্যর্থতায় ওয়ানডে সিরিজের শেষ ম্যাচেও হার। কিউইদের কাছে ৮ উইকেটের লজ্জা। ওয়ানডে সিরিজ শেষে নিউজিল্যান্ড- ৩ : বাংলাদেশ- ০প্রায় তিন বছর পর ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ।
শনিবার নেলসনের স্যাক্সটন ওভালে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে মাত্র ২৩৬ রান তুলে বাংলাদেশ। জবাব দিতে নেমে টাইগারদের পাত্তাই দিল না কিউইরা। ইনফর্ম নেইল ব্রুম ও অধিনায়ক কেন উইলিয়ামসনের অসাধারণ জুটিতে ৫২ বল ও ৮ উইকেট হাতেই সহজ জয়।
ম্যাচে ব্রম ও উইলিয়ামসন গড়েন ১৭৮ রানের রেকর্ড জুটি। নিউজিল্যান্ডের হয়ে দ্বিতীয় উইকেটে এটাই সর্বোচ্চ রানের জুটি। ম্যাচে অবশ্য বল হাতে সফল মুস্তাফিজুর রহমান। ৯.২ ওভারে ৩২ রানে নেন ২ উইকেট।
বলা দরকার প্রথম ম্যাচে বাংলাদেশকে ৭৭ রানেহারায় নিউজিল্যান্ড। দ্বিতীয় ম্যাচে ৬৭ রানে জিতে সিরিজ নিজেদের করে নেয়। শেষ ম্যাচে এসেও নিজেদের খুঁজে পেলেন না টাইগার ব্যাটসম্যানরা। তাইতো দীর্ঘদিন পর হোয়াইটওয়াশ হতে হল।
এবার বাংলাদেশ ও নিউজিল্যান্ড তিন ম্যাচের টি-টুয়েন্টি লড়াই। মঙ্গলবার নেপিয়ারে প্রথম টি-টুয়েন্টিতে মুখোমুখি হবে মাশরাফি ও উইলিয়ামসনের দল। এরপর দুই ম্যাচের টেস্ট সিরিজ।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৫০ ওভারে ২৩৬/৯ (তামিম ৫৯, ইমরুল ৪৪, সাব্বির ১৯, মাহমুদউল্লাহ ৩, সাকিব ১৮, মোসাদ্দেক ১১, নুরুল ৪৪, তানবীর ৩, মাশরাফি ১৪, তাসকিন ৪*, মুস্তাফিজ ০*; সাউদি ১/৪৫, প্যাটেল ১/৪০, হেনরি ২/৫৩, নিশাম ১/২৮, স্যান্টনার ২/৩৮, উইলিয়ামসন ১/২৪)।
নিউজিল্যান্ড: ৪১.২ ওভারে ২৩৯/২ (গাপটিল আহত অবসর ৬*, ল্যাথাম ৪, উইলিয়ামসন ৯৫*, ব্রুম ৯৭, নিশাম ২৮*; মাশরাফি ০/৩৬, মুস্তাফিজ ২/৩২, তাসকিন ০/৪১, সাকিব ০/৫৫, তানবীর ০/২০, সাব্বির ০/২০, মোসাদ্দেক ০/২৬, মাহমুদউল্লাহ ০/৬)।
ফল: নিউজিল্যান্ড ৮ উইকেটে জয়ী
সিরিজ: নিউজিল্যান্ড ৩-০তে জয়ী
ম্যাচসেরা: কেন উইলিয়ামসন
Discussion about this post