ধারাবাহিকতা ধরে রাখার মিশনে নেমেছিল বাংলাদেশ। কিন্তু প্রত্যাশার সঙ্গে দেখা হল না প্রাপ্তির। বাস্তবতার কঠিন রূপটাই দেখল মাশরাফি বিন মর্তুজার দল। নিউজিল্যান্ডের কঠিন কন্ডিশন বলে কথা। সেখানে তিন ওয়ানডে ম্যাচ সিরিজের প্রথমটি বড় হার টাইগারদের। ৭৭ রানে বাংলাদেশকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল কিউইরা।
অবশ্য ব্যাট হাতে বেশ লড়েছিলেন সাকিব আল হাসান, মুশফিকুর রহীম ও মোসাদ্দেক হোসেন। সাকিব-মোসাদ্দেকের ব্যাটে হাফসেঞ্চুরি। আর চোট নিয়ে মাঠ ছাড়া মুশফিক ৪২।
এর আগে ক্রাইস্টচার্চের হেগলি ওভারে সোমবার টস হারে সফরকারী বাংলাদেশ। শুরুতে ব্যাটিংয়ে যায় কিউইরা। টম ল্যাথামের ব্যটে দুর্দান্ত ১৩৭। আর ৭ উইকেটে ৩৪১ রান তুলে নিউজিল্যান্ড। প্রত্যাবর্তনের ম্যাচে মুস্তাফিজুর রহমান নেন দুটি উইকেট।
অস্ত্রোপচারের পর ৬ মাস প্রতিযোগিতামূলক ম্যাচের বাইরে ছিলেন কাটার মাস্টার। এই ম্যাচে দিয়ে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেন তিনি।
এরপর জবাব দিতে নেমে ৪৪.৫ ওভারে ২৬৪ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস। কিউইদের রান পাহাড় টপকানো হয়নি। তবে ব্যাক্তিগত অর্জনে কিছুটা স্বস্তি পেতে পারে মাশরাফির দল।
২৯ ডিসেম্বর সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। তৃতীয় ও শেষ ওয়ানডে ৩১ ডিসেম্বর।
সংক্ষিপ্ত স্কোর-
নিউজিল্যান্ড: ৫০ ওভারে ৩৪১/৭ (ল্যাথাম ১৩৭, গাপটিল ১৫, উইলিয়ামসন ৩১, ব্রুম ২২, নিশাম ১২, মানরো ৮৭, রনকি ৫, স্যান্টনার ৮*, সাউদি ৭*; মাশরাফি ০/৬১, মুস্তাফিজ ২/৬২, তাসকিন ২/৭০, সাকিব ৩/৬৯, সৌম্য ০/২৫, মোসাদ্দেক ০/৪০)।
বাংলাদেশ: ৪৪.৫ ওভারে ২৬৪/৯ (তামিম ৩৮, ইমরুল ১৬, সৌম্য ১, মাহমুদউল্লাহ ০, সাকিব ৫৯, মুশফিক ৪২ (আহত অবসর), সাব্বির ১৬, মোসাদ্দেক ৫০*, মাশরাফি ১৪, তাসকিন ২, মুস্তাফিজ ০; সাউদি ২/৬৪, ফার্গুসন ৩/৫৪, নিশাম ৩/৩৬, স্যান্টনার ১/৬১)
ফল: নিউজিল্যান্ড ৭৭ রানে জয়ী
সিরিজ: ৩ ম্যাচ সিরিজে নিউ জিল্যান্ড ১-০ ব্যবধানে এগিয়ে
ম্যাচসেরা: টম ল্যাথাম
Discussion about this post