নিউজিল্যান্ডের মাঠে বাংলাদেশের সাফল্য নেই। তবে দেশের মাঠে টাইগারদের সঙ্গে কিউইদের লড়াইটা একেবারে একপেশে। সর্বশেষ মুখোমুখি হওয়া ৮টি ওয়ানডে ম্যাচের ৭টিতেই জিতেছে লাল-সবুজরা।ঘরের মাঠে কিউইদের দু’বার হোয়াইটওয়াশ স্মৃতি নিয়ে সোমবার মাঠে নামবে দল।
তবে সব মিলিয়ে পরিসংখ্যান নিউজিল্যান্ডের পক্ষে। এখন পর্যন্ত তাদের সঙ্গে ১১টি টেস্ট খেলেছে বাংলাদেশ। যার আটটিতেই হার মানে টাইগাররা। বাকি তিনটি টেস্ট ড্র।
আবার ওয়ানডেতেও হেড টু হেড একপেশে। ২৫ বারের মধ্যে আটটি ম্যাচে জিতেছে বাংলাদেশ। বাকী ১৭টিতে জয় নিয়ে মাঠ ছাড়ে কিউইরা।চার টি-টুয়েন্টির সবকটিতেই হার মানে বাংলাদেশ।
তবে সাম্প্রতিক সাফল্য অনুপ্রেরনা যোগাচ্ছে টাইগারদের। সর্বশেষ আট ওয়ানডের ৭টিতে জয়। সেই ধারাবাহিকতা ধরে রাখার মিশনে সোমবার ক্রাইস্টচার্চে স্বাগতিক নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজের প্রথম ওয়ানডে। এরপর আরো দুই ওয়ানডে, তিন টি-টুয়েন্টি অার দুটি টেস্ট।
Discussion about this post