প্রস্তুতির পালা শেষ। এবার আসল লড়াই। নিউজিল্যান্ডের সঙ্গে প্রথম ওয়ানডে ম্যাচে মুখোমুখি হতে ক্রাইস্টচার্চে পৌঁছেছেন মাশরাফি-মুশফিকরা। সোমবার এখানেই নিউজিল্যান্ড-বাংলাদেশের মধ্যকার সিরিজের প্রথম ওয়ানডে।
ক্রাইস্টচার্চে নামতেই শুক্রবার দুপুরে ঠান্ডা আবহাওয়ার সঙ্গে বৃষ্টি স্বাগত জানিয়েছে টাইগারদের। সঙ্গে অবশ্য অনেক প্রবাসী বাংলাদেশিই ফুল দিয়ে ক্রিকেটারদের বরন করেন নেন।বাংলাদেশ দল থাকছে শহরের রিজেস ল্যাটিমার হোটেলে।
প্রথম দিনটা অবশ্য বিশ্রামেই কাটিয়েছে বাংলাদেশ দল। সেখানকার ভারতীয় রেস্টুরেন্টে ভোজন, আড্ডা আর সেলফি তোলাতেই সময় কাটিয়েছেন তাসকিন, সৌম্য আর মুস্তাফিজরা। তবে পরের দিনই মানে শনিবার হ্যাগলি ওভালে সকাল থেকে অনুশীলন করে সময় কাটিয়েছে বাংলাদেশ।
আসল লড়াইয়ের বাংলাদেশ দল নয়দিনের কন্ডিশনিং ক্যাম্প করেছে অস্ট্রেলিয়ায়। সেখানে দুটি প্রস্তুতি ম্যাচের একটিতে অবশ্য হেরে গেছে দল। একইভাবে নিউজিল্যান্ড একাদশের ৩ উইকেটে হেরেছে লাল-সবুজদের দল। তবে কন্ডিশনের সঙ্গে বেশ মানিয়ে নেয়ার চেষ্টা করছেন ক্রিকেটাররা।
তবে নিউজিল্যান্ড সফরে গিয়ে স্বাগতিকদের এর আগে চমকে দিতে পারেনি বাংলাদেশ। এবার সেই ব্যর্থতা পেছনে ফেলতে চায় মুশফিকুর রহীম এবং মাশরাফি বিন মর্তুজার দল।
Discussion about this post