আন্তর্জাতিক ক্রিকেটে তার ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। কিন্তু ঘরোয়া ক্রিকেটে ঠিকই ম্যাজিক দেখিয়ে যাচ্ছেন তুষার ইমরান। ৩৩ বছর বয়সী এই ক্রিকেটার দাপটে খেলে যাচ্ছেন প্রথম শ্রেণির ক্রিকেটে।
এইতো বুধবার জাতীয় ক্রিকেট লিগে বরিশালের বিপক্ষে দ্বিতীয় দিনে সেঞ্চুরি করলেন তুষার। আর তাতেই মোহাম্মদ আশরাফুল ও অলক কাপালীকে ছাড়িয়ে গেলেন। লিগে সবচেয়ে বেশি শতক এখন তুষারের। রেকর্ড ১৯টি সেঞ্চুরির মালিক তিনি। আশরাফুল-কাপালীর সেঞ্চুরি ১৮টি করে।
বিকেএসপির তিন নম্বর মাঠে বুধবার খুলনার হয়ে শতরান করেন তুষার। ম্যাচে তার সতীর্থ এনামুল হক বিজয়ও তুলে নেন শতরান। বরিশালের বিপক্ষে দল ১ম ইনিংসে করে ৩৭১ রান। ম্যাচে ১৯১ বলে ১২টি চার ও ১টি ছক্কায় এ রান করেন তুষার। যদিও দলের পক্ষে সর্বোচ্চ ১৩৬ রান করেন এনামুল হক বিজয়।
তবে ৫টি টেস্ট খেলা তুষারই দিনের সেরা তারকা। এই সেঞ্চুরিটিই যে তাকে নিয়ে গেল শীর্ষে।
Discussion about this post