টি-টুয়েন্টি ক্রিকেট মানেই চার-ছক্কার ঝড়! ২০ ওভারের ক্রিকেটে তেমন ধুমধারাক্কা ব্যাটিং দেখতেই গ্যালারিতে হাজির হন দর্শকরা। নিউজিল্যান্ডের ঘরোয়া টি-টুয়েন্টি টুর্নামেন্ট সুপার স্ম্যাশে তেমনই ঘটনা ঘটল বুধবার। রানবন্যায় রীতিমতো রেকর্ডগড়া ম্যাচ হল। যেখানে লড়েছে দুই দল সেন্ট্রাল ডিস্ট্রিক্টস ও ওটাগো। সর্বোচ্চ রান ও সর্বোচ্চ ছক্কার ম্যাচটির শেষটায় নাটকীয়তা ও রোমাঞ্চ শেষে ১ রানের জয় পেয়েছে ওটাগো।
ব্যাটিংয়ে নেমে বুধবার নির্ধারিত ২০ ওভারে ওটাগো ৩ উইকেট হারিয়ে ২৪৯ রানের পাহাড়ে উঠে। আর জবাব দিতে নেমে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের শ্রীলঙ্কান ব্যাটসম্যান মাহেলা জয়াবর্ধনে ঝড় তুলেন। যদিও ম্যাচটা জেতা হয়নি। ৪ উইকেটে ২৪৮ রানে দল থামে। তাইতো ১ রানের নাটকীয় জয় পায় ওটাগো।
এর আগে ব্যাট হাতে বোলারদের উড়িয়ে দেন হামিশ রাদারফোর্ড। ওটাগোর এই ব্যাটসম্যান ৫০ বলে ৮টি চার ও ৯টি ছক্কার সাহায্যে ১০৬ রান করেন। সঙ্গে আনারু কিচেন ৩৩ বলে ৫৪ ও নেইল ব্রমের ব্যাটে ২৪ বলে ৪২।
জবাব দিতে নেমে মাহেলা জয়াবর্ধনের ব্যাট ভয়ঙ্কর হয়ে উঠে। ৫৬ বলে ১১৬ রানের টর্নোডো ইনিংস খেলে বুঝিয়ে দেন এখনো তিনি ফুরিয়ে যাননি। তার ইনিংসে ছিল ১২টি চারের সঙ্গে ৭টি ছক্কা! সঙ্গে টম ব্রসের ব্যাটে ২৯ বলে ৬১।
দুই দল মিলে ৪০ ওভারে এই ম্যাচে করে ৪৯৭ রান। এটা একটা বিশ্বরেকর্ড। গত ২৭ আগস্ট ফ্লোরিডায় ভারত-ওয়েস্ট ইন্ডিজ তুলেছিল ৪৮৯ রান। বিস্ময়কর কিংবা কাকতলীয় তথ্য হল- ১ রানের রুদ্ধশ্বাস জয় পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ানরা করে ২৪৫ রান, জবাবে ভারত থামে ২৪৪ রানে।
ম্যাচে ছক্কারও রেকর্ড হল। সব মিলিয়ে ওটাগোর ইনিংসে ১৮টি ছক্কা। এরপর সেন্ট্রাল ডিস্ট্রিক্ট ১৬টি। সব মিলিয়ে ছক্কা ৩৪টি। এটিও বিশ্বরেকর্ড। গত জানুয়ারিতে শ্রীলঙ্কার দুই দল কলম্বো ক্রিকেট ক্লাব ও কোল্টস ক্রিকেট ক্লাবের মধ্যকার খেলায় হয় ৩৩ ছক্কার রেকর্ড। সবমিলিয়ে বিস্ময়কর এক ম্যাচ দেখা গেল সুপার স্ম্যাশে!
Discussion about this post