পাকিস্তান সত্যিকার অর্থেই বিস্ময়কর এক দল। তারা কখন যে কী করবে সেটা নিশ্চিত করে বলার সুযোগ নেই। ব্রিসবেন টেস্টে ‘মিশন ইমপসিবল’কে পসিবল করার মিশন শুরু করেছিল মনে হচ্ছিল রীতিমতো ইতিহাসই গড়ে ফেলবে মিসবাহ উল হকের দল।
অস্ট্রেলিয়ার ছুড়ে দেয়া ৪৯০ রানের সেই পর্বত সমান লক্ষ্যের কাছাকাছি চলে গিয়েছিল পাকিস্তান। স্রোতের বিপরীতে দাঁড়িয়ে বেশ লড়েছিলেন আসাদ শফিক। বীরত্ব গাঁথা ১৩৭ রান এসেছে তার ব্যাটে। ব্রিসবেনে দিবারাত্রির টেস্টে তার হাত ধরে জয়ের খুব কাছে চলে গিয়েছিল সফরকারীরা। কিন্তু শেষ পর্যন্ত হয়নি। ৪৫০ রানে এসে থেমে যায় পাকিস্তান। দল হেরে যায় ৩৯ রানে।
ব্রিসবেনের গ্যাবায় দিবারাত্রির টেস্টে জয় হাতে ধরা না দিলেও কিছু রেকর্ড ঠিকই গড়েছে পাকিস্তান এবং দলটির ক্রিকেটার আসাদ শফিক। গ্যারি সোবার্সকে পেছনে ফেলে ছয় নম্বরে নেমে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড গড়েছেন তিনি।
অন্যদিকে পাকিস্তানের টেস্ট ইতিহাসে চতুর্থ ইনিংসে ৪৫০ রান সর্বোচ্চ সংগ্রহ। একইভাবে অস্ট্রেলিয়ার মাটিতে যে কোনো দলের সর্বোচ্চ চতুর্থ ইনিংস এটি। টেস্টে চতুর্থ সেরা চতুর্থ ইনিংসও পাকিস্তানের।
ইতিহাস জানাচ্ছে, ১৯৯৫ সালে সিডনিতে জেতার পর পাকিস্তান এবার নিয়ে অস্ট্রেলিয়ায় টানা ১০ টেস্ট হারল। তবে ম্যাচ হারলেও টেস্টের সেরা ঠিকই আসাদ শফিক।
সংক্ষিপ্ত স্কোর-
অস্ট্রেলিয়া: ১ম ইনিংস: ৪২৯/১০
পাকিস্তান: ১ম ইনিংস: ১৪২/১০
অস্ট্রেলিয়া: ২য় ইনিংস: ২০২/৫ (ডি.)
পাকিস্তান: ২য় ইনিংস: ১৪৫ ওভারে ৪৫০/১০ (লক্ষ্য ৪৯০), (শফিক ১৩৭, ইয়াসির ৩৩, রাহাত ১; স্টার্ক ৪/১১৯, বার্ড ৩/১১০, লায়ন ২/১০৮)।
ফল: অস্ট্রেলিয়া ৩৯ রানে জয়ী
সিরিজ: ৩ ম্যাচ সিরিজে অস্ট্রেলিয়া ১-০ তে এগিয়ে
ম্যাচসেরা: আসাদ শফিক।
Discussion about this post