যুব এশিয়া কাপ খেলতে শ্রীলঙ্কায় গেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। সাইফ হাসানের নেতৃত্বে বাংলাদেশ যুবারা দেশ ছেড়েছেন মঙ্গলবার। জুনিয়র টাইগারদের প্রথম ম্যাচ বৃহস্পতিবার।
সর্বশেষ অনূর্ধ্ব-১৯ দল যুব বিশ্বকাপে স্মরণীয় হয়ে আছে বাংলাদেশের। যেখানে মেহেদী হাসান মিরাজের দল উঠে এসেছিল সেমিফাইনালে। সেই দলের ক্রিকেটার সাইফ এবার নেতৃত্ব দেবেন দলেক।
সেই দল থেকে সাইফ ছাড়া আছেন শুধুই পেস বোলার আব্দুল হালিম। বিপিএলে চমক জাগানো আফিফ হোসেন ধ্রুবও আছেন দলে।
টুর্নামেন্টে ‘বি’ গ্রুপে সাইফদের প্রতিপক্ষ পাকিস্তান, আফগানিস্তান এবং সিঙ্গাপুর। ‘এ’ গ্রুপে চ্যাম্পিয়ন ভারত ছাড়াও আছে শ্রীলঙ্কা, নেপাল ও মালয়েশিয়া।
টুর্নামেন্টের ফাইনাল আগামী ২৩ ডিসেম্বর।
বাংলাদেশ দল
সাইফ হাসান (অধিনায়ক), সজিব হোসেন, নাজমুল আলম, আফিফ হোসেন (সহ-অধিনায়ক), আমিনুল ইসলাম বিপ্লব, রায়ান রাফসান রহমান, হাবিবুর রহমান, মোহাম্মদ রাকিব, মাহিদুল ইসলাম ভুইয়া অঙ্কন, নাইম হাসান, শাখা্ওয়াত হোসেন, কাজি অনিক ইসলাম, ইয়াসিন আরাফাত, মুকিদুল ইসলাম মুগ্ধ এবং আব্দুল হালিম।
স্ট্যান্ড বাই: হাসান মাহমুদ, শাহাদাত হোসেন হৃদয়, আব্বাস মুসা আলভি, আকবর আলি
Discussion about this post