নিউজিল্যান্ড সফরের আগে অস্ট্রেলিয়া কন্ডিশনিং ক্যাম্প শুরু করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। তাসমান সাগরের দেশটিতে প্রস্তুতি পর্ব রোববার শুরু করে দিয়েছে টাইগাররা। নিউজিল্যান্ড সিরিজের আগে ১০ দিন দেশটিতে থাকবেন মুশফিক-মাশরাফিরা। তারই অংশ হিসেবে সিডনির ব্লাকটাউন ইন্টারন্যাশনাল স্পোর্টস পার্কে (বিআইএফএফ) মুস্তাফিজ-তাসকিনরা।
নেটে পেসার তাসকিন আহমেদ, মুস্তাফিজ আর তাইজুল ইসলামরা বোলিংয়ে নিজেদের ঝালিয়ে নেন। ইনজুরি কাটিয়ে ফেরার অপেক্ষায় কাটার মাস্টার।
অস্ট্রেলিয়ায় সিডনি থান্ডার্স ও সিডনি সিক্সার্সের সঙ্গে দুটি টি-টুয়েন্টি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। তারপরই নিউজিল্যান্ড মিশন। নিউজিল্যান্ডে ২৬ ডিসেম্বর প্রথম ওয়ানডে। সফরে ৩ ওয়ানডে, ৩ টি-টুয়েন্টি ও দুই টেস্টের সিরিজ খেলবেন মুশফিক-তামিমরা।
দেশের মাটিতে দুর্দান্ত খেলার পর সেখানেও ঝড় তুলতে তৈরি টাইগার শিবির। সফরে যাওয়ার আগে আশাবাদী কথাই শুনিয়েছে মুশফিক আর মাশরাফি। তবে ভিন্ন কন্ডিশনে লড়াইটা সহজ হবে না তাদের।
Discussion about this post