সবকিছু ঠিক থাকলে রোববার দুপুরেই মাশরাফি বিন মর্তুজা আর সাকিব আল হাসানরা পা রাখেন অস্ট্রেলিয়ার সিডনিতে। তার আগেই অবশ্য সেখানে পৌঁছে গেছেন মুশফিকুর রহীমরা। শুক্রবার সিডনিতে গেছেন তারা। তারপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছবি পোস্ট করতে শুরু করেছেন ক্রিকেটাররা।
বিপিএলের ব্যস্ততা এরপর লম্বা বিমান জার্নি সামলে কিছুটা ক্লন্ত মুশফিকরা। তাইতো এখন ঘুরে-ফিরে বিশ্রামে সময় কেটে যাচ্ছে। সিডনি শহর দেখে মন চাঙ্গা করে নিচ্ছেন মুশফিকের সঙ্গে কামরুল ইসলাম আর ইমরুল কায়েসরা।
সেই সুন্দর মূহুর্তের ছবি ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে নিচ্ছেন টেস্ট অধিনায়ক মুশফিক। ফেসবুকে ছবি দিয়ে তিনি লিখলেন, ‘আলহামদুলিল্লাহ। সিডনিতে পৌঁছে সেলফি।’
ইমরুল কায়েস তার ফেসবুকে ছবি দিয়ে লিখেছেন, ‘মুশির সঙ্গে সুন্দর একটি রোদ জলমলে দিনে।’
আগামী ২৬ ডিসেম্বর থেকে নিউজিল্যান্ডে শুরু হবে বাংলাদেশের তিন ওয়ানডে ম্যাচের প্রথমটি। তারপর টি-টুয়েন্টি ও দুই টেস্টের সিরিজ। তার আগে অস্ট্রেলিয়ায় দশদিনের কন্ডিশনিং ক্যাম্প করবেন মাশরাফি-তামিমরা।
Discussion about this post