এখন বাংলাদেশ ক্রিকেটে ‘ব্যাড বয়’ বললেই চলে আসে তার নাম। গত বিশ্বকাপে শৃংখলা ভেঙ্গে অস্ট্রেলিয়া থেকে ফিরতে হয়েছে তাকে। এই বিপিএলেও তেমন কান্ড করেছেন। তাইতো পারিশ্রমিকের ৫০ শতাংশ জরিমানা করা হয় এই পেসারকে। শোনা যাচ্ছে নারীঘটিত কেলেঙ্কারিতে জড়িয়ে এমন শাস্তি পেয়েছেন তিনি।
তারই প্রভাব পড়েছে দল নির্বাচনেও। নিউজিল্যান্ড সফরের জন্য বাংলাদেশ দলে নির্বাচকরা আমলেই আনেননি তাকে। বুধবার যেমনটা বলছিলেন, প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তার কথা, ‘আসলে আল আমিনের নেগেটিভ ব্যাপারটা আলোচনায় সব সময়ই থাকে। এজন্য আগে থেকেই আমরা রিপ্লেসম্যান্ট হিসেব করতে গিয়ে ওকে রাখিনি। শৃংখলা ভঙ্গের বিষয়টা ছিল বলেই ওকে আমরা রাখিনি। টিম ম্যানেজম্যান্ট থেকে শুরু করে সবদিক থেকে ওর ব্যাপারে নেগেটিভ বার্তা পেয়েছি।’
শফিউলের চোটের পর নিউজিল্যান্ডগামী দলে ডাক পাওয়া পেসার কামরুল ইসলাম রাব্বিকে নিয়ে প্রধান নির্বাচক বলেন, ‘ও ছন্দে আছে, আমাদের মনে হয়েছে, সেই কন্ডিশনে সাফল্য পেতে পারে যে কয়জন পেসার তারমধ্যে রাব্বি অন্যতম। অন্তত তার বোলিং স্টাইল সেই কথাই বলে।’
নির্বাচক জানালেন, ‘নিউজিল্যান্ড যাওয়ার পর প্র্যাকটিস ম্যাচের আগে আমরা ১৫জন দিবো ওডিআইয়ের জন্য। ২য় ওয়ানডের পর টেস্ট টিমও ঠিক করে ফেলা হবে।’
Discussion about this post