বেচারা আরাফাত সানি! কিছুতেই দুঃসময় পিছু ছাড়ছে না। আইসিসির ল্যাবে পরীক্ষায় দিয়ে বোলিং অ্যাকশন শুদ্ধতার সার্টিফিকেট পেয়েছিলেন। কিন্তু সেই স্বাধীনতা বেশি দিন উপভোগ করা হল না। ফের সংশয়ের ফাদে আরাফাত সানির বোলিং অ্যাকশন। চলতি বিপিএলে প্রশ্নবিদ্ধ বোলিং অ্যাকশনে অভিযুক্ত হলেন এই বাঁহাতি স্পিনার।
বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে মাঠে বেশ সফলই বলা যায় সানিকে। এইতো বুধবার ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে অধিনায়কত্ব করতে দেখা গেল তাকে। তার আগেই অবশ্য গত সোমবার রাজশাহী কিংসের বিপক্ষে ম্যাচে তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠল।
বিপিএল টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস এ খবরের সত্যতা স্বীকারও করেছেন।
এর আগে গত টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হওয়ার নিষিদ্ধ হয়েছিলেন সানি ও তাসকিন আহমেদ। অবশ্য এরপর দুজনই অ্যাকশন শুধরে পরীক্ষা দিয়ে নিষেধাজ্ঞা থেকে মুক্তি পান গত ২৩ সেপ্টেম্বর।
কিন্তু পুনরায় সেই পরীক্ষার মধ্য দিয়ে যেতে হচ্ছে জাতীয় দলের এই স্পিনারকে।
Discussion about this post