বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চট্টগ্রাম পর্ব শেষেও বল হাতে সেই মোহাম্মদ নবি’রই দাপট। চিটাগং ভাইকিংসের এই বোলার সর্বোচ্চ ১৪ উইকেট নিয়ে শীর্ষে আছেন। অবশ্য একা শীর্ষস্থান উপভোগ করছেন না তিনি। সঙ্গে আছেন ঢাকা ডায়নামাইটসের মোহাম্মদ শহীদ। দুজনই নিয়েছেন ১৪টি করে উইকেট।
আফগান দলে ৭০টি ওয়ানডে ও ৪৫ টি-টুয়েন্টি খেলা নবি বিপিএলে ব্যাটসম্যান হিসেবেও ধরে রেখেছেন ধারাবাহিকতা। ৮ ম্যাচে ৬ ইনিংসে তার রান ১৯৬। রাজশাহী কিংসের বিপক্ষে করেছিলেন সর্বোচ্চ অপরাজিত ৮৭।
ইনজুরি থেকে সেরে উঠেছেন তিনি। তারপরই সেই চেনা ফর্মে ফিরেছেন মোহাম্মদ শহীদ। সাত ম্যাচে ২৫.১ ওভার বল করে ১৪ উইকেট নিয়েছেন ঢাকার এই পেসার।
শফিউল ইসলাম আছেন তৃতীয়স্থানে। ১৩ উইকেট নিয়েছেন খুলনা টাইটান্সের এই পেসার। রংপুরের হয়ে খেলা শহীদ আফ্রিদি ১১ উইকেটে নিয়ে চতুর্থ স্থানে আছেন।
এক নজরে এই বিপিএলের সফল ৬ বোলার
মোহাম্মদ নবি (চিটাগং ভাইকিংস) – ১৬৬ রানে ১৪ উইকেট
মোহাম্মদ শহীদ (ঢাকা ডায়নামাইটস) – ১৮১ রানে ১৪ উইকেট
শফিউল ইসলাম (খুলনা টাইটান্স) – ১৩৭ রানে ১৩ উইকেট
শহীদ আফ্রিদি (রংপুর রাইডার্স) – ১২৫ রানে ১১ উইকেট
জুনায়েদ খান (খুলনা টাইটান্স) – ১৫৮ রানে ১১ উইকেট
তাসকিন আহমেদ (চিটাগং ভাইকিংস) – ১৭৮ রানে ১১ উইকেট
Discussion about this post