সেই ওয়ানডে যুগের ক্রিকেটে তিনি টি-টুয়েন্টির মতো খেলতেন। তার হাতে চার-ছক্কা নিয়মিত ঘটনারই মতো। এখন অবশ্য সেই চেনা ফর্মে নেই শহীদ আফ্রিদি। তারপরও যে হারিয়ে যাননি তার প্রমাণও মিলল। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচে
মঙ্গলবার ব্যাট-বল দুটোতেই চমক দেখালেন রংপুর রাইডার্সের এই ক্রিকেটার।
খুলনা টাইটান্সের বিপক্ষে খেলতে নেমে ফ্র্যাঞ্চাইজি টি-টুয়েন্টি টুর্নামেন্টে ২৫০ উইকেটের অনন্য মাইলফলক স্পর্শ করেন আফ্রিদি। ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটে ২০০৪ সালে কাউন্টি দল কেন্টের হয়ে মিডলসেক্সের বিপক্ষে অভিষেক হয় আফ্রিদির।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ইনিংসের ৮ম ওভারে বোলিং আক্রমণে এসেই প্রথম বলে মাহমুদউল্লাহকে ফোর আফ্রিদি। সেটিই ছিল মাইলফলক স্পর্শ করা উইকেট। শেষ পর্যন্ত খুলনার বিপক্ষে বল হাতে ৪ ওভারে ৩০ রানে ২ উইকেট নেন এই অলরাউন্ডার।
ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টুয়েন্টি টুর্নামেন্টে ২৩০ ম্যাচ খেলে ২৫১ উইকেট নিয়েছেন পাকিস্তানি এই ক্রিকেটার। ২৪৭ উইকেট নিয়ে তার পরই আছেন সাকিব আল হাসান। তবে সবার চেয়ে এগিয়ে ডোয়াইন ব্রাভো। ৩৩৪ ম্যাচে এই ডানহাতি পেসার নিয়েছেন ৩৫৩ উইকেট।
Discussion about this post