বলা যায়, সহজ ম্যাচটি কঠিন করে জিতল রাজশাহী কিংস। মুমিনুল হক আর সামিত প্যাটেলের দুর্দান্ত ব্যাটিংয়ে অনায়াস জয়ের পথে ছিল দলটি। কিন্তু শেষ দিকে এসে কিছু ভুল ম্যাচটা জমিয়ে দেয়। সোমবার শেষ পর্যন্ত রুদ্ধশ্বাস ছড়ানো এই লড়াইয়ে উড়তে থাকা ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ৩ উইকেটের জয় তুলে নিয়েছে তারা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮২ রান করে ঢাকা ডায়নামাইটস। দলের কুমার সাঙ্গাকারা ৬৬, মেহেদি ৩৫ ও প্রসান্নার অপরাজিত ৩৪ রান করেন। জবাব দিতে নেমে মুমিনুল হক ৫৬ ও সামিত প্যাটেলের ৭৫ রান পথটা সহজ করে দেয়। যদিও তাদের শতরানের জুটিও সহজ জয় এনে দেয়নি। ফল পেতে শেষ ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয়। নির্ধারিত ২০ ওভারের এক বল বাকি থাকতে মেহেদি হাসান মিরাজের বাউন্ডারিতে জয়ে দেখা পায় রাজশাহী কিংস।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এই জয়ে ৬ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে আছে রাজশাহী। ৭ ম্যাচে তৃতীয় হারের মুখ দেখা ঢাকা ৮ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে থাকল। রোববার ডায়নামাইটসদের টপকে শীর্ষস্থান দখল করে খুলনা টাইটান্স। ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে খুলনা আপাতত শীর্ষেই আছে।
সংক্ষিপ্ত স্কোর-
ঢাকা ডায়নামাইটস: ২০ ওভারে ১৮২/৪ (মারুফ ৩৫, সাঙ্গাকারা ৬৬, মোসাদ্দেক ১৩, প্রসন্ন ৩৪*, কোলস ৮, সাকিব ১৮*; সামি ১/২০, প্যাটেল ০/১৭, ফরহাদ ২/২২, আবুল হাসান ১/৪৪)।
রাজশাহী কিংস: ১৯.৫ ওভারে ১৮৩/৭ (মুমিনুল ৫৬, জুনায়েদ ৪, সাব্বির ৭, প্যাটেল ৭৫, আকমল ১২, স্যামি ৯, আবুল হাসান ৫, মিরাজ ৬*, ফরহাদ ৫*; ব্রাভো ৩/৩৫, শহিদ ২/২৯, সাকিব ১/৩৬, নাসির ০/১০, কোলস ১/৩৫ )।
ফল: রাজশাহী কিংস ৩ উইকেটে জয়ী
ম্যাচসেরা: সামিত প্যাটেল
Discussion about this post