যেন পথ হারিয়ে ফেলেছে অস্ট্রেলিয়ান ক্রিকেট দল। একের পর এক ব্যর্থতার গল্প। এইতো গত বুধবার তাদের হারিয়ে ইতিহাস গড়েছে দক্ষিণ আফ্রিকা। ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের পর তারা তৃতীয় দল, যারা অস্ট্রেলিয়ার মাটিতে টানা তিনবার টেস্ট সিরিজ জয়ের রেকর্ড গড়ল। ১৯৮৪ থেকে ১৯৯২ সালে অস্ট্রেলিয়ার মাটিতে টানা তিনবার টেস্ট সিরিজ জিতে ওয়েস্ট ইন্ডিজ। ১৮৮৬ থেকে ১৮৮৮ সালে অস্ট্রেলিয়ার মাটিতে টানা তিনটি টেস্ট সিরিজ জিতেছিল ইংল্যান্ড। এবার সেই রেকর্ড গড়ল প্রোটিয়ারা।
হোবার্ট টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকা ইনিংস ও ৮০ রানে হেরে সিরিজ জিতেছে। তাতেই লজ্জার সেই রেকর্ড ফিরে আসে অজিদের জন্য।
এই টেস্টের ১ম ইনিংসে ৮৫ রানে অল আউট হয় অস্ট্রেলিয়া। তারা খেলে মাত্র ৫৫৮ বল। গত ৮৮ বছরে দেশের মাটিতে কোনো টেস্টে এত কম বল খেলেনি অজিরা। ১৯২৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৪৫৭ বল খেলে তারা।
এই টেস্টে ব্যাটসম্যানরা দু অঙ্ক দেখা পায় নি ১৬ বার। ১৯১২ সালে ওভালে ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ঘটেছিল এমন ঘটনা।
Discussion about this post