তামিম ইকবাল যেন রাজ্য হারানো এক রাজা। টানা তিন ম্যাচ দল হারায় বিধ্বস্ত। হতাশ। সতীর্থদের ছন্নছাড়া ক্রিকেটে বিরক্ত চিটাগং ভাইকিংসের অধিনায়ক। তামিমের ৭৫, জহুরুল ইসলামের ৩৬ ও এনামুলের অপরাজিত ২৭ রানের সুবাদে ৩ উইকেটে ১৬৩ রান করে চট্টগ্রাম। জবাবে মিরপুরের শেরে বাংলার কৃত্রিম আলোতে ২ বল বাকী থাকতেই জয়ের বন্দরে নোঙর করে মুশফিকুর রহীমের বরিশাল।
বিপিএলের এই ম্যাচে ৪৮ বলের অপরাজিত ৭৮ রান করেন ইংলিশ ব্যাটসম্যান ডেভিড মালান। ৬৫ রান শাহরিয়ার নাফীসের ব্যাটে। দুজন ১৫০ রানের জুটি গড়েন। বিপিএল মিলিয়েই দ্বিতীয় উইকেটের রেকর্ড।
এদিন নাফীস হাঁকান আরেকটি ফিফটি। সব মিলিয়ে এবারের বিপিএলে তার রান ১৮৪। শীর্ষে বুলসের এই ব্যাটসম্যান।একইভাবে এই জয়ে বরিশাল উঠে গেছে পয়েন্ট তালিকার শীর্ষে। চার ম্যাচে ৬ পয়েন্ট।
সংক্ষিপ্ত স্কোর-
চিটাগং ভাইকিংস: ২০ ওভারে ১৬৩/৩ (তামিম ৭৫, জহুরুল ৩৬, এনামুল ২৭*, স্মিথ ১৭; তাইজুল ০/১৬, আল আমিন ১/৩৫, আবু হায়দার ১/৩১, এমরিট ০/৩১, কব ০/১৪, রাব্বি ১/২১, মালান ০/৮)।
বরিশাল বুলস: ১৯.৪ ওভারে ১৬৭/৩ (কব ৬, মালান , শাহরিয়ার ৬৫, পেরেরা ০, মুশফিক ১০*; রাজ্জাক ০/২২, শুভাশীষ ১/২৪, নবি ০/১৭, এলিয়ট ০/২৯, স্মিথ ০/৪০, ইমরান ২/৩০)।
ফল: বরিশাল ৭ উইকেটে জয়ী
ম্যাচসেরা: ডেভিড মালান
Discussion about this post