আগের ম্যাচেই বল হাতে নিজেকে ফিরে পেয়েছিলেন তিনি। শনিবার আরো বেশি বিধ্বংসী হয়ে উঠলেন সাকিব আল হাসান। তার ঘুর্নি যাদুতে উড়ে গেল ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো রেড স্টিল। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) রীতিমতো ইতিহাস গড়লেন তিনি। বার্বাডোজ ট্রাইডেন্টসের এই বোলার ৬ রান দিয়ে নিলেন ৬ উইকেট। বোলিং ফিগারটি দেখুন ৪-১-৬-৬! রীতিমতো অবিশ্বাস্য!
টি-টুয়েন্টির ইতিহাসে এটি দ্বিতীয় সেরা বোলিং ফিগার। শীর্ষে সমারসেটের বোলার অরুল সুপিয়াহ। ২০১১ সালে গ্ল্যামারগনের বিপক্ষে ৩.৪ ওভারে ৫ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন তিনি।
সাকিবের এমন ঘুর্নি বলের ফাঁদে পড়ে ত্রিনিদাদ ১২.৫ ওভারে ৫২ রান তুলেই অলআউট হয়ে যায়। দুটি করে উইকেট নেন জেসন হোল্ডার এবং শ্যানন গ্যাব্রিয়েল।
জবাবে ব্যাট করতে নেমে অবশ্য ব্রিজটাউনের কেনসিংটন ওভালে সুবিধা করতে পারেনি বার্বাডোজের ব্যাটসম্যানরাও। ৮ ওভারে ৫৩ রান তুলতে তারা হারায় ৬ উইকেট। সাকিব করেন ১ রান। দল পায় ৪ উইকেটের জয়।
দুর্দান্ত বোলিং করে সিপিএলে টানা দ্বিতীয়বারের মতো ম্যাচসেরা হলেন সাকিব। দল পেল টানা তৃতীয় জয়।
সংক্ষিপ্ত স্কোর-
ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো: ১২.৫ ওভারে ৫২/১০ (জ্যাকবস ১৩, টেলর ১১; সাকিব ৬/৬)
বার্বাডোজ: ৮ ওভাওে ৫৩/৬ (কার্টার ১৪, নার্স ১০; এডওয়ার্ডস ৫/২২)
ফল: বার্বাডোজ ৪ উইকেটে জয়ী
ম্যাচসেরা: সাকিব আল হাসান
Discussion about this post