বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ শেষ। সফর শেষে অ্যালিস্টার কুকের দল চলে গেছে পাশের দেশ ভারতে। অার বাংলাদেশে শুরু হয়ে গেল আরেক ক্রিকেট উৎসব। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) উন্মাদনা। শুক্রবার থেকে শুরু হয়ে যাবে ২০ ওভারের ক্রিকেটের এই উত্তেজনা।
বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও নতুন ফ্র্যাঞ্চাইজি রাজশাহী কিংসের ম্যাচে শুরু হবে বিপিএলের এবারের আসর।দিনের আরেক ম্যাচে রংপুর রাইডার্স ও লড়বে নতুন ফ্র্যাঞ্চাইজি খুলনা টাইটানসের সঙ্গে।
প্রতিদিন রয়েছে দুটি করে ম্যাচ।
শুক্রবার ছাড়া প্রতিদিন প্রথম ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়, দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা ৭টায়। শুক্রবার প্রথম ম্যাচ দুপুর আড়াইটায়, দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা সোয়া ৭টায়। ফাইনাল ৯ ডিসেম্বর।
টুর্নামেোন্টের চর্তুথ আসরে অংশ নেবে ৭টি দল।দলগুলো হল- ঢাকা ডাইনামাইটস, রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, চিটাগাং ভাইকিংস, বরিশাল বুলস, রাজশাহী কিংস ও খুলনা টাইটান্স।
শুক্রবার থেকে একটানা ১৩ নভেম্বর পর্যন্ত মিরপুর শেরে-বাংলা স্টেডিয়ামে দুপুর ও সন্ধ্যায় খেলা অনুষ্ঠিত হবে। ১৭ নভেম্বর থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলা শুরু হবে। যা চলবে ২২ নভেম্বর পর্যন্ত। ২৫ নভেম্বর থেকে টানা শেষ পর্যন্ত ঢাকা মিরপুরে খেলা হবে। ৬ ডিসেম্বর হবে এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার। ৭ ডিসেম্বর দ্বিতীয় কোয়ালিফায়ার। ৯ ডিসেম্বর ফাইনাল।
বিপিএল দেখাবে স্যাটালাইট টিভি চ্যানেল নাইন। ভারতে প্রথমবারের মতো বিপিএল দেখাবে সনি ইএসপিএন।
Discussion about this post