তামিম ইকবাল-মুমিনুল হকের ব্যাটিং স্বপ্ন দেখাচ্ছিল বাংলাদেশকে। মনে হচ্ছিল ঢাকায় বুঝি ১ম ইনিংসে বড় সংগ্রহ গড়তে যাচ্ছে বাংলাদেশ। দু’জন মিলে ১৭০ রানের জুটি গড়লেন দ্বিতীয় উইকেটে। তারপরও এমন ব্যাটিং ধস! ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে ৬৩.৫ ওভারে ২২০ রানে অলআউট বাংলাদেশ। তামিম তুলে নেন ক্যারিয়ারের অষ্টম টেস্ট শতরান। মুমিনুলের ব্যাটে ফিফটি। মঈন আলি ৫৭ রানে ৫ উইকেট তুললেন।
তারপর অবশ্য স্বপ্ন দেখালেন বোলাররা। ৫০ রান তুলতেই ৩ ইংলিশ ব্যাটসম্যানকে সাজঘরের পথ দেখালেন সাকিব আল হাসান ও মেহদী হাসান মিরাজ। তারপরই মিরপুরের শেরেবাংলায় নেমে আসে অঝোর ধারার বৃষ্টি। ১১.৩ ওভার আগেই শেষ হয়ে যায় দিনের খেলা। বাংলাদেশের ১ম ইনিংস থেকে ১৭০ রান পিছিয়ে আছে ইংলিশরা।
লাঞ্চের ঘণ্টাখানেক পর বাংলাদেশের রান ছিল ১ উইকেটে ১৭১। সেখান থেকে ২২০ রানে যেতে ৯ উইকেট শেষ! সত্যিই বিস্ময়কর। মঈন আলিদের যেন খেলতেই পারছিলেন না বাংলাদেশের ব্যাটসম্যানরা। ৫০তম টেস্ট খেলতে নামা মুশফিক ফিরলেন মাত্র ৪ রানে। ব্যর্থ সাকিব, মাহমুদল্লাহ, মেহদী মিরাজরাও।
পরে অবশ্য বল হাতে বোলঅররা স্বপ্ন দেখিয়েছেন। মনে হচ্ছে ২২০ রান পুঁজি নিয়েও ছেড়ে কথা বলবে না টাইগাররা।
শুক্রবার শেষ বেলায় কুক ১৪ রানে আউট হলেও প্রথম ওপেনার হিসেবে ১০ হাজার টেস্ট রানের মাইফলক ছুঁয়েছেন।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ ১ম ইনিংস: ৬৩.৫ ওভারে ২২০/১০ (তামিম ১০৪, ইমরুল ১, মুমিনুল ৬৬, মাহমুদউল্লাহ ১৩, সাকিব ১০, মুশফিক ৪, সাব্বির ০, শুভাগত ৬, মিরাজ ১, তাইজুল ৫*, কামরুল ০; ওকস ৩/৩০, ফিন ০/৩০, মঈন ৫/৫৭, আনসারি ০/৩৬, স্টোকস ২/১৩, রশিদ ০/৪৪)।
ইংল্যান্ড ১ম ইনিংস: ১২.৩ ওভারে ৫০/৩ (কুক ১৪, ডাকেট ৭, রুট ১৫*, ব্যালান্স ৯, মইন ২*; মিরাজ ২/২৬, সাকিব ১/২১)।
#প্রথম দিন শেষে
Discussion about this post