অবশেষে প্রতীক্ষার অবসান হল। ইংল্যান্ডের বিপক্ষে শুক্রবার টস করতে নেমেই ‘হাফসেঞ্চুরি’ করে ফেললেন মুশফিক। অভিষেকের ১১ বছর পর এসে ৫০তম টেস্টের মাইলফলক স্পর্শ করলেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টেস্টে এই কীর্তি গড়লেন মুশফিকুর রহীম।
হাবিবুল বাশার ও মোহাম্মদ আশরাফুলের পর এমন মাইলফলক স্পর্শ করলেন কোন টাইগার ক্রিকেটার। তবে বাংলাদেশ টেস্টে অনিয়মিত থাকায় বড্ড দেরি হল।
সেই ২০০৫ সালের ২৬ মে লর্ডসে ক্যারিয়ারের প্রথম টেস্ট খেলতে নেমেছিলেন মুশফিক। তারপর সময়ের পথ ধরে খেলে গেছেন গত ১১ বছর ধরে। অনেক প্রতীক্ষা শেষে টেস্ট ক্যারিয়ারের অর্ধশতক হয়ে গেল। অবশ্য এজন্য গত ১৪ মাস ধরেই অপেক্ষায় ছিলেন মুশি। মাঝে দীর্ঘ সময় কোন টেস্ট খেলার সুযোগ পায়নি বাংলাদেশ। এই ইংল্যান্ডের বিপক্ষেই দীর্ঘ ১৪ মাস পর চট্টগ্রামে টেস্ট খেলতে নামে লাল-সবুজরা। আর গত ৫ বছরে মাত্র ২৫টি টেস্ট খেলেছে টাইগাররা।
টেস্ট ক্যারিয়ারে এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানই টাইগারদের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরিয়ান। যা ২০১৩ সালে করেছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে। সব মিলিয়ে ৩ শতরান। ১৫ অর্ধশতক।
শুক্রবার সেই স্মরণীয় ম্যাচে অবশ্য ব্যাট হাতে ব্যর্থ মুশফিক। ১ম ইনিংসে ফিরলেন মাত্র ৪ রানে। ম্যাচটা রাঙিয়ে দিতে দ্বিতীয় ইনিংস অবশ্য আছে।
Discussion about this post