এমন হারের পর হতাশা ঘিরে ধরলেও নতুন লক্ষ্যে চোখ রাখছেন মুশফিকুর রহীম। ২২ রানের এমন হৃদয়ভাঙ্গা হারের অভিজ্ঞতা ঢাকায় কাজে লাগাতে চান বাংলাদেশ অধিনায়ক। ২৮ অক্টোবর হোম অব ক্রিকেটে শুরু সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। তার আগে সোমবার চট্টগ্রাম টেস্ট শেষে মুশফিক বলছিলেন, ‘দেখুন, ২ উইকেট হাতে নিয়ে ৩৩ রান দুরে থেকে অনেক হিসেব-নিকেশ ছিল। ম্যাচ প্রায় ৯০ ভাগ ওদের দিকেই হেলে ছিল। আমাদের টেলএন্ডাররা ওদের মতো নয়। তেমন অভিজ্ঞতাও নেই আমাদের।’
তবে নিজের কষ্টের কথাও জানালেন মুশি। বললেন, ‘এমন হারে অবশ্যই খারাপ লাগছে। হয়ত জিততে পারতাম। তবে আমাদের জন্য ব্যাপারটি জয়-হারের নয়। ১৫ মাস পর কেউ এতটা আশা করতে পারে না।’
চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ড করে ২৯৩ রান। জবাবে বাংলাদেশ ২৪৮ রানে অলআউট। ইংলিশরা পেয়ে যায় ৪৫ রানের লিড। তারপর দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড ২৪০ রানে অলআউট হলে টাইগারদের সামনে ২৮৬ রানের লক্ষ্য দাঁড়ায়। কিন্তু কাছে গিয়েও টেস্টের শেষ দিন সোমবার সকালে ২৬৩ রানে শেষ স্বাগতিকরা।
এমন হারের পর মুশফিক বললেন, ‘১৫ মাস পর টেস্ট ক্রিকেটে ফিরেও ছেলেরা পঞ্চম দিন পর্যন্ত দারুণ লড়াই করেছে। আমি দল নিয়ে সত্যিই গর্বিত। ছেলেরা নিজেদের যোগ্যতা প্রমাণ করেছে এবং পাঁচদিন ধরে কঠিন লড়াই করেছে।’
তৃতীয় দিনের শুরুতেই সাকিব আল হাসান, সাব্বির রহমান ও মেহেদী হাসান মিরাজ দ্রুত ফেরাতে দল হেরেছে বলে করেন মুশফিক। বলছিলেন, ‘যদি আমরা প্রথম ইনিংসে ২৯০ রান করতে পারতাম তবে শেষ ইনিংসে আমরা সহজেই লক্ষ্য তাড়া করতে পারতাম।’
এই আক্ষেপের ইতি ঘটতে পারে ঢাকায়। ২৮ অক্টোবর থেকে মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-ইংল্যান্ড। সিরিজ ড্র করতে সেই টেস্টে জয় চাই মুশফিকের দলের।
Discussion about this post