১৫ বছর পর ইংল্যান্ডে বাংলাদেশ ‘এ’ দল। গায়ে জাতীয় দলের তকমা আছে এমন ১৪ ক্রিকেটারে গড়া ‘এ’ দল। ২২ দিনের সফরে ইংলিশ কাউন্টি আর ইংল্যান্ড লায়ন্সের সঙ্গে মিলে মোট আটটি ম্যাচ খেলবেন তারা।
অধিনায়ক জহুরুল ইসলাম অমি, সহ-অধিনায়ক নাঈম ইসলাম, ওপেনার ইমরুল কায়েস, মিডল অর্ডার রকিবুলÑসবার জন্য এ সফর ট্রায়াল ট্যুর।
সামনে নিউজিল্যান্ডের সঙ্গে হোম সিরিজ, দেশে তেমন কোনো খেলা নেইÑতাই দল ও নির্বাচন তথা ক্রিকেটার বেছে নেওয়ার জন্য এ সিরিজের গুরুত্ব রয়েছে। ভালো খেলতে পারলে নির্বাচনে বিবেচনায় আসার সম্ভাবনা থাকবে।
দল : জহুরুল ইসলাম (অধিনায়ক), নাঈম ইসলাম (সহ-অধিনায়ক), এনামুল হক বিজয়, ইমরুল কায়েস, শামসুর রহমান শুভ, মমিনুল হক, মার্শাল আইয়ুব, রকিবুল হাসান, জিয়াউর রহমান, ফরহাদ রেজা, সোহাগ গাজী, ইলিয়াস সানি, রুবেল হোসেন, রবিউল ইসলাম শিবলু, আল আমিন।
স্ট্যান্ডবাই : মাশরাফি, মেহরাব জুনিয়র, মোশাররফ হোসেন রুবেল, সাজেদুল ও মুকতার আলী।
টিম ম্যানেজমেন্ট : কোরি রিচার্ডস (হেড কোচ), নাসির আহমেদ নাসু (ম্যানেজার ও অ্যানালিস্ট), বিভাব সিং (ফিজিও), ডেভিড ডয়ার (স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ)।
সফরসূচি
৬ আগস্ট : ওয়ানডে; প্রতিপক্ষ হ্যাম্পশায়ার
৯ আগস্ট : ওয়ানডে; প্রতিপক্ষ ইয়র্কশায়ার
১১ আগস্ট : ওয়ানডে; প্রতিপক্ষ ল্যাঙ্কাশায়ার
১৪ আগস্ট : ওয়ানডে; প্রতিপক্ষ নটিংহ্যামশায়ার
১৬ আগস্ট : ওয়ানডে; প্রতিপক্ষ ওরচেস্টারশায়ার
২০ আগস্ট : ওয়ানডে; প্রতিপক্ষ ইংল্যান্ড লায়ন্স
২২ আগস্ট : ওয়ানডে; প্রতিপক্ষ ইংল্যান্ড লায়ন্স
২৪ আগস্ট : ওয়ানডে; প্রতিপক্ষ ইংল্যান্ড লায়ন্স
Discussion about this post