দুপুর গড়াতেই অসম্ভবকে সম্ভব করার মিশনে চমক দেখাবে বাংলাদেশ। সেই পথেই দলকে নিয়ে যাচ্ছিলেন মুশফিকুর রহীম এবং সাব্বির রহমান। কিন্তু মুশি ফিরে যেতেই শঙ্কা জাগল, জয় মিশন ইমপসিবলই থাকবে? সেই প্রশ্নের উত্তর পেতে অবশ্য সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। কেননা, চট্টগ্রাম টেস্টে এখন রুদ্ধশ্বাস নাটকীয়তা। জিততে পারে যে কেউ। বাংলাদেশের চাই ৩৩ রান। ইংল্যান্ডের ২ উইকেট।
ইংল্যান্ডের ছুঁড়ে দেওয়া ২৮৬ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে রোববার ২৫৩ রান তুলতে ৮ উইকেট হারিয়েছে বাংলাদেশ। হাতে ২ উইকেট নিয়ে ৩৩ রানের তুললেই দল পেয়ে যাবে চট্টগ্রাম টেস্টে স্মরণীয় এক জয়।
উইকেটে ভরসা হয়ে আছেন সাব্বির রহমান ৫৭ ও তাইজুল ইসলাম ১১ রানে।
অথচ সাব্বিরকে নিয়ে মুশফিক স্বপ্ন দেখিয়ে যাচ্ছিলেন। এক পর্যায়ে ৫ উইকেটে রান ছিল ২২৭। ঠিক তখনই ফিরে যান মুশফিক। টেস্ট অধিনায়ক আটকে যান ৩৯ রানে। অন্য প্রান্ত উইকেট পড়লেও অবিচল থাকেন অভিষেক টেস্ট খেলতে নামা সাব্বির।
মেহদী মিরাজ ১ রানে ফিরে গেলে হারের শঙ্কা জাগে। এরপর কামরুল ইসলাম রাব্বি কোন রান না করে সাজঘরমুখী হলে ভয়ানক বিপদে পড়ে দল। কিন্তু সাব্বির-তাইজুল স্বপ্ন বাঁচিয়ে রেখেছেন।
এর আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রোববার সকালে ২৪০ রানে শেষ হয় ইংলিশদের দ্বিতীয় ইনিংস। বোলারদের দাপটের এই টেস্টে পরে ব্যাট করতে নেমে ইমরুল করেন ৪৩।
উল্লেখ্য দুই টেস্টের এই সিরিজের দ্বিতীয়টি শুরু হবে ২৮ অক্টোবর। ভেন্যু মিরপুরের শেরেবাংলা।
সংক্ষিপ্ত স্কোর-
ইংল্যান্ড ১ম ইনিংস: ২৯৩/১০ (মঈন ৬৮, বেয়ারস্টো ৫২; মিরাজ ৬/৮০, সাকিব ২/৪৬, তাইজুল ২/৪৭) ও ২য় ইনিংস: ২৪০/১০ (স্টোকস ৮৫, বেয়ারস্টো ৪৭, ওকস ১৯*; সাকিব ৫/৮৫, তাইজুল ২/৪১, মিরাজ ১/৫৮, কামরুল ১/২৪)
বাংলাদেশ ১ম ইনিংস: ২৪৮/১০ (তামিম ৭৮, ইমরুল ২১, মুমিনুল ০, মাহমুদউল্লাহ ৮৫, মুশফিক ৪৮, সাকিব ৩১, শফিউল ২, সাব্বির ১৯, মিরাজ ১, তাইজুল ৩*, কামরুল ০; ব্রড ০/১২, ব্যাটি ১/৫১, ওকস ০/১৫, রশিদ ২/৫৮, মইন ৩/৭৫, স্টোকস ৪/২৬, রুট ০/৫) ও ২য় ইনিংস: ৭৮ ওভারে ২৫৫/৮ (তামিম ৯, ইমরুল ৪৩, মুমিনুল ২৭, মাহমুদউল্লাহ ১৭, সাকিব ২৪, মুশফিকুর ৩৯, সাব্বির ৫৯*, মিরাজ ১, কামরুল ০, তাইজুল ১১*; ব্যাটি ৩/৬৫, ব্রড ২/২৬, মঈন ২/৬০, রশিদ ১/৫৫)
#চতুর্থ দিন শেষে
Discussion about this post