বেশ কিছুদিন ধরেই ফর্মে ফেরার লড়াই করে যাচ্ছেন তিনি। কিন্তু সেই চেনা মুশফিকুর রহীমকে অবশ্য চট্টগ্রামেই চেনা গেল। টেস্টের আগে ফর্মের দেখা পেয়েছেন তিনি। তৃপ্তি নিয়েই বৃহস্পতিবার ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে খেলতে নামবেন টাইগার অধিনায়ক। তার আগে অবশ্য অনেক গুঞ্জনের ইতি টানলেন মুশফিক। জানালেন কেন কিছুদিন মিডিয়া থেকে দূরে ছিলেন তিনি।
বেশ কিছুদিন ধরেই মিডিয়ায় দেখা যাচ্ছিল না মুশফিককে। সযতনে ব্যাপারটা এড়িয়ে যেতেন তিনি। অনুশীলন শেষে জাতীয় দলের প্রায় সব ক্রিকেটার সামনে এলেও তিনি আসেন নি। কিন্তু বুধবার এড়িয়ে যাওয়ার সুযোগ ছিল না। তিনি যে টেস্ট ক্যাপ্টেন। তাইতো সংবাদমাধ্যমের মুখোমুখি হতেই হল মুশিকে। সেখানেই খোলাসা করলেন কেন তিনি সাংবাদিকদের মুখোমুখি হতেন না- এই রহস্যের।
মুশফিক বলেন, ‘সত্যি কথা বলতে কী এর তেমন কোনো কারণ নেই। ১৪ মাস খেলা ছিল না। তাই হয়তো নিয়মিত দেখা হয়নি। তাছাড়া একটা কিছু জায়গায় মনোযোগ রাখতেই এমনটি হয়েছে। ভেবেছিলাম, সবদিকে মনোযোগ না দিয়ে যদি নিজের কাজগুলো ঠিকঠাক করতে পারি, সেটা আমার জন্যই ভালো হবে।’
একইসঙ্গে আরো বললেন, ‘দেখুন, আসলে আমি যদি এসে বলতে থাকি এটা করতে চাই, সেটা করতে চাই, এসব বলে যাওয়ার চেয়ে চেষ্টা করাটাই কী ঠিক নয়। আমি এটাই করতে চেয়েছি। যেভাবে চেয়েছি, কখনো কখনো হয়তো ঠিকঠাক হয়নি। তবে সবসময় দলকে সেরাটা দিতে চেয়েছি।’
২৯ বছর বয়সী মুশফিক টাইগারদের হয়ে খেলেছেন ৪৮ টেস্ট। করেছেন ২৬৫০ রান। সেঞ্চুরি তিনটি। যারমধ্যে একটি আবার ডাবল সেঞ্চুরি।
Discussion about this post