অবশেষে শততম জয়ের আনন্দে ভাসলেন ক্রিকেটপ্রেমীরা। শনিবার রাতে আফগানদের বিপক্ষে জয় ‘সেঞ্চুরি’ পূরনের সঙ্গে এনে দিল সিরিজের জয়ের স্বস্তি। ৩১৫তম ম্যাচে এসে জয়ের শতক পুরো হল।
এর মধ্যে অবশ্য হারের পাল্লাই ভারি টাইগারদের। ২১১টি ম্যাচে হারের অম্লস্বাদ নিয়েছে টাইগাররা। ফল আসেনি ৪ ম্যাচে।
জিম্বাবুয়ের বিপক্ষে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে বাংলাদেশ। আবার তাদের বিপক্ষে সবচেয়ে বেশি জয়ও। ৬৭ ম্যাচে জিম্বাবুয়ে ছিল প্রতিপক্ষ। বিপক্ষে ৩৯টি ম্যাচ জিতেছে বাংলাদেশ, হার ২৮টিতে।
ওয়ানডে ক্রিকেটে ১৯৮৬ সালে পথচলা শুরু বাংলাদেশের। প্রথম ওয়ানডেতে প্রতিপক্ষ পাকিস্তান। আর সেই স্মরণীয় ম্যাচে বাংলাদেশে হেরেছিল ৭ উইকেটে। ওয়ানডেতে প্রথম জয় পেতে অবশ্য ১২ বছর অপেক্ষা করতে হয়েছে টাইগারদের। যদিও তখন দল খেলেছে মাত্র ১৮টি ম্যাচ । ১৯৯৮ সালে ভারতের হায়দরাবাদে ত্রিদেশীয় সিরিজে কেনিয়াকে ৬ উইকেটে হারায় বাংলাদেশ।
জিম্বাবুয়ের পরই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে টাইগাররা। যেখানে ২৮ ম্যাচে ১৯টিতেই হার। জয় ৭টিতে।
ওয়ানডেতে প্রথম জয়টি আসে ১৯৯৮ সালের ১৭ মে কেনিয়ার বিপক্ষে। তারপর একে একে এগিয়ে গেছে টাইগাররা।
Discussion about this post