আফগানিস্তানের বিপক্ষে রোববার দল জিতলেও হাসি মুখে সেটা উদযাপন করার সুযোগ মিলল না। আম্পায়ারের সিদ্ধান্তে প্রশ্ন তুলে বিধি ভাঙায় শাস্তি পেলেন সাব্বির রহমান। দোষ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। টাইগার তারকার ম্যাচ ফি’র ৩০ শতাংশ কেটে নেয়া হল।
ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে সাব্বির এলবিডব্লিউ হন। বোলিংয়ের সময় পানি পানের বিরতিতে আম্পায়ার শরফুদ্দৌলা ইবন শহীদ সৈকতের কাছে গিয়ে তাকে দেওয়া এলবিডব্লিউ সিদ্ধান্ত নিয়ে জানতে চান এবং বলার ভাষাটাও ভাল ছিল না।
ম্যাচ শেষ হতেই আম্পায়াররা সাব্বিরের বিরুদ্ধে অভিযোগ আনেন। এরপরই রেফারি রিচি রিচার্ডসনের কাছে দোষ স্বীকার করে নেন সাব্বির। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। তবে এটা ঠিক টেলিভিশন রিপ্লে দেখে এই আউট নিয়ে প্রশ্ন তুলেছিলেন ক্রিকেট ভক্তরা।
আইসিসির নতুন আইনে সাব্বিরই প্রথম এমন শাস্তির মুখে পড়লেন। এই অপরাধের সর্বনিম্ন শাস্তি তিরস্কার করা; সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফি’র ৫০ শতাংশ কেটে নেওয়া। সেই সঙ্গে আইসিসির নতুন কোড অব কন্ডাক্ট অনুযায়ী দুই ডিমেরিট পয়েন্ট সংগ্রহ করেছেন তিনি।
আইসিসির নতুন নিয়ম অনুযায়ী আগামী দুই বছরে ৪ ও এর চেয়ে বেশি পয়েন্ট হলে পরের ম্যাচগুলোতে তিনি নিষিদ্ধ হতে পারেন। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার নতুন এই নিয়ম কার্যকর হয়েছে গত ২২ সেপ্টেম্বর থেকে। প্রথম শাস্তি পেলেন সাব্বির।
তবে এমন প্রথম কে হতে চায়?
Discussion about this post