ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) মঙ্গলবার মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার তামিম ইকবাল-সাকিব আল হাসান। সেই লড়াইয়ে তামিমের সেন্ট লুসিয়া জুকসকে সহজেই ১৭ রানে হারিয়েছে সাকিবের বার্বাডোজ ট্রাইডেন্টস। যদিও ব্যাটে-বলে ব্যর্থ সাকিব।
ব্রিজটাউনের কেনসিংটন ওভালে টস জিতে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ২০ ওভারে ১৬৯ রান তুলে বার্বাডোজ। শোয়েব মালিক (৫১ বলে ৭৮) ও অধিনায়ক কাইরন পোলার্ডের (৪৬ বলে অপরাজিত ৬১) দৃঢ়তায় এই পুজি গড়ে তারা।
সাকিবের ব্যাটে ব্যর্থ। ৫ বলে ৫ রান করে ড্যারেন স্যামির বলে ক্যাচ তুলে দেন উইকেটরক্ষক আন্দ্রে ফ্লেচারের হাতে।
জবাবে খেলতে নেমে ১৯ ওভার ৪ বলে ১৫২ রানে অলআউট হয়ে যায় সেন্ট লুসিয়া। তামিমের সঙ্গে ফ্লেচারের ৫৭ রানের উদ্বোধনী জুটি দারুন সূচনা এনে দেয় সেন্ট লুসিয়াকে। তামিম ১৪ বলে ২২ রান করে ধরেন সাজঘরের পথ।
বল হাতেও সাফল্য পান নি সাকিব। দুই ওভারে ২৯ রান দিয়েও কোনো উইকেট পাননি তিনি।
সংক্ষিপ্ত স্কোর-
বার্বাডোজ ট্রাইডেন্টস: ২০ ওভারে ১৬৯/৫।
সেন্ট লুসিয়া জুকস: ১৯.৪ ওভারে ১৫২/১০।
ফল: বার্বাডোজ ট্রাইডেন্টস ১৭ রানে জয়ী
ম্যাচসেরা: শোয়েব মালিক
Discussion about this post