ঈদের ছুটি লম্বা ছুটি শেষ। নাড়ির টানে গ্রামে ফেরা মানুষগুলো ফিরেছেন ঢাকায়। রাজধানীতে চলে এসেছেন জাতীয় দলের তারকা ক্রিকেটাররাও। রোববার বিকেলে আবারো অনুশীলনে ফিরেছেন মাশরাফি আর তামিম ইকবালরা। পুরো কোচিং স্টাফকেই দেখা গেল মিরপুরের হোম অব ক্রিকেটে।
মিরপুরে সন্ধ্যায় কৃত্রিম আলোয় ‘ওয়ানডে পুলে’ থাকা টাইগার ক্রিকেটাররা অনুশীলন করলেন। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানালেন ২০ সদস্যের এই পুল থেকে দুই-তিনদিনের মধ্যে চূড়ান্ত দল ঘোষণা করা হবে। তিনি বলেন, ‘আগামী দুই-তিন দিনের মাঝেই চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করতে পারবো বলে আশা করছি।’
আঙুলের চোটের পুনর্বাসনে থাকা তামিম ইকবাল রোববার ব্যাটিং অনুশীলনে ফিরেছেন। তবে তাকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আরো দুদিন সময় লাগবে। তাসকিনের ব্রিসবেন পরীক্ষার রিপোর্ট আসার কথা ২২ সেপ্টেম্বর। দু’জনকে নিয়ে বুঝেশুনে সিদ্ধান্ত নেবেন নির্বাচকরা।
রোববার অনুশীলনে বোলিং কোচ কোর্টনি ওয়ালশ, ব্যাটিং পরামর্শক থিলান সামারাবীরা, প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে, সহকারি ও ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসল ও ট্রেনার মারিও ভিল্লাভারায়নকে দেখা গেল। সব মিলিয়ে উৎসব আমেজ থাকল অনুশীলনে।
বলা দরকার ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আফগানিস্তান দল ২১ সেপ্টেম্বর বাংলাদেশে আসবে । ২৩ সেপ্টেম্বর ফতুল্লায় বিসিবি একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। সিরিজের ওয়ানডে তিনটি হবে যথাক্রমে ২৫ ও ২৮ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর। সবগুলো ম্যাচই হবে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে।
৩০ সেপ্টেম্বর দুই টেস্ট ও তিন ওয়ানডের সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ইংল্যান্ড দল। তাদের সঙ্গে ৩ ম্যাচ ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে টাইগাররা।
Discussion about this post