ম্যাচ শেষ হতেই বাউন্ডারি লাইন থেকে তারা দু’জন যেভাবে দৌড়ে গেলেন মনে হল যেন কোন আন্তর্জাতিক ম্যাচ জিতল বাংলাদেশ। কারণটাও সংগত। ম্যাচটা যে জিতেছে মাশরাফি বিন মর্তুজা আর সাকিব আল হাসানের অঞ্চল খুলনা। মিরপুরের হোম অব ক্রিকেটে ৪ উইকেটের জয় দিয়ে মাস্টার্স ক্রিকেট কার্নিভালের শিরোপা জিতেছে জেমকন গ্রুপ খুলনা মাস্টার্স।
শেরেবাংলা স্টেডিয়ামে বুধবার ১৮ ওভারের লড়াইয়ে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১২৪ রান করে এক্সপো অলস্টারস মাস্টার্স। লক্ষ্য তাড়া করতে নেমে ৬ উইকেট হারিয়ে ৩ বল হাতে রেখে ম্যাচ জিতে হাবিবুল বাশারের খুলনা মাস্টার্স।
ম্যাচে বাশার করেছেন সর্বোচ্চ ২৮ রান। এছাড়া জামাল বাবু ১৭, হারুনুর রশিদ ১৫ ও মোহাম্মদ সেলিম ১৫, সঞ্চয় চক্রবর্তী ১৪ রানে তুলেন। অলস্টারসের হয়ে অফস্পিনার ফাহিম মুনতাসির ২টি উইকেট নিয়েছেন। একটি করে উইকেট নেন তালহা জুবায়ের, এহসানুল হক ও মুকুল।
বৃষ্টির কারণে ২৫ ওভার থেকে ১৮ ওভারে নেমে আসা ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নামা এক্সপো অলস্টারস মাস্টার্সের হয়ে সোহেল হোসেন পাপ্পু করেন ২৭ রান। এছাড়া আজম ইকবাল ২০, জাভেদ ওমর ১৭ ও লাবলুর রহমান অপরাজিত ২৩ রান করেন। খুলনার হয়ে পেসার টোটাম ২টি উইকেট নিয়েছেন। একটি উইকেট পেয়েছেন পেসার মঞ্জুরুল ইসলাম।
সাবেকদের ক্রিকেট লড়াইয়ে ম্যাচ অব দ্য ফাইনাল হয়েছেন হাবিবুল বাশার। আর টুর্নামেন্ট সেরা কনফিডেন্স গ্রুপ ঢাকা মেট্রোর অলরাউন্ডার মোহাম্মদ রফিক।
Discussion about this post