গোটা বাংলাদেশই জঙ্গীবাদের বিরুদ্ধে সোচ্চার। প্রতিরোধের ডাক দিয়েছেন অনেকেই। সেই তালিকায় এবার যোগ হলেন জাতীয় দলের তারকা ক্রিকেটাররা। সঙ্গে থাকল গোটা ক্রীড়াঙ্গন। বুধবার মাশরাফি বিন মুতর্জা, মুশফিকুর রহীম, রুবেল হোসেন, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মিনহাজুল আবেদিন, বীরেন শিকদার, দেওয়ান শফিউল আরেফিনের মতো পরিচিত মুখরা থাকলেন সেই উদ্যোগে। রাজপথে নেমে এলেন সবাই।
তাদের নিয়ে মঙ্গলবার জঙ্গিবাদবিরোধী র্যালি ও সমাবেশের আয়োজন করল জাতীয় ক্রীড়া পরিষদ।
সকালে র্যালি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম থেকে শুরু করে রাজধানীর জিপিও, পল্টন হয়ে জাতীয় প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। তারপর এক সমাবেশে জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার।
র্যালিতে সাবেক ও বর্তমান অনেক খেলোয়াড়, সংগঠক ও ক্রীড়া সাংবাদিকরা হাজির ছিলেন। ছিলেন বিসিবির সহসভাপতি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাসির উদ্দীন, ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, বিসিবি পরিচালক ও সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়, বাফুফের সহসভাপতি বাদল রায়সহ অনেকেই।
Discussion about this post