তার আন্তর্জাতিক ক্যারিয়ারের পথচলা শুরু হয়েছিল প্রায় ১৫ মাস আগে। যখন জাতীয় দলে টিকে থাকার লড়াই করার কথা তখন কিন্তু এরইমধ্যে শুধু বাংলাদেশ নয়, আন্তর্জাতিক অঙ্গনেও বেশ মজবুত একটা অবস্থান করে নিয়েছেন তিনি। সময়ের সেরা তারকা বলা হচ্ছে মুস্তাফিজুর রহমানকে। সেই তারকাটিরই জন্মদিন মঙ্গলবার। ইনজুরি নিয়ে যখন মাঠের বাইরে তখন কেক কাটার প্রহর এলো। শুভ জন্মদিন দ্য ফিজ।
ভারত সীমান্ত ঘেঁষে অবস্থিত সাতক্ষীরা জেলার প্রত্যন্ত গ্রাম তেতুলিয়ায় জন্মেছিলেন ১৯৯৫ সালের ৬ সেপ্টেম্বর জন্মে ছিলেন মুস্তাফিজ। সবার কাছে ‘কাটার মুস্তাফিজ’ নামেই পরিচিত তিনি। ১৯৯৫ সালের ৬ সেপ্টেম্বর সাতক্ষীরায় জন্ম নেন তিনি। সাতক্ষীরা থেকে ৪৫ কিলোমিটার দক্ষিণে কালীগঞ্জ উপজেলার তারালি ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে বেড়ে উঠেছেন তিনি। চার ভাই ও দুই বোনের মধ্যে সবার ছোট মুস্তাফিজ।
অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৭ ও অনুর্ধ্ব-১৯ দলে খেলে জাতীয় দলে উঠে এসেছেন জাতীয় দলে। আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুতেই নজর কেড়েছেন সবার। এরপর আইপিএলেরো ঝড় তুলেছেন। হয়েছেন সেরা উদীয়মান ক্রিকেটার। অভিষেকে জিতেছেন ট্রফি।
বিশ্বের একমাত্র খেলোয়াড় হিসেবে মুস্তাফিজ তার প্রথম দুটি ওয়ানডে ম্যাচে ১১ উইকেট নেন। ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে ওয়ানডে ও টেস্ট- দুই ফরম্যাটের অভিষেকে ম্যাচসেরা হন তিনি।
কাটার মাস্টার এখন মাঠের বাইরে। কাঁধের চোটের কারণে পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন মুস্তাফিজ। ১১ আগষ্ট অস্ত্রোপচারের পর এখন পুনর্বাসন প্রক্রিয়া চলছে। সবকিছু ঠিক থাকলে ৫ মাসের মাথায় ক্রিকেটে ফেরার কথা তার।
জন্মদিনের এই দিনে অভিনন্দন ফিজ। দ্রুত ক্রিকেটে ফিরুন!
Discussion about this post