ট্রেন্ট ব্রিজে ক্রিকেটের স্মরণীয় এক রাত কাটল। ব্যাট-বলের তান্ডবে ক্রিকেট বিশ্ব দেখল নতুন বিশ্বরেকর্ড! মঙ্গলবার নটিংহ্যামে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৪৪৪ রান করে গড়ে ইংল্যান্ড। ওয়ানডে ক্রিকেটে যা কীনা সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড। জবাব দিতে নেমে ৪২.৪ ওভারে ২৭৫ রানে অলআউট পাকিস্তান। ১৬৯ রানের বিশাল জয়ে সিরিজটাও জিতে নেয় ইংল্যান্ড।
রেকর্ডময় ম্যাচে শেষদিকে এসে চমক দেখালেন মোহাম্মদ আমির। সর্বশেষ ব্যাটসম্যান হিসেবে নেমে সর্বোচ্চ ইনিংসের রেকর্ডটি এখন এই পাকিস্তানির। ২৮ বলে ৫৮ রান তুলে সাজঘরে ফেরেন। হাঁকিয়েছেন ৫টি চার ও ৪টি ছক্কা। ওয়ানডেতে ১১ নম্বরে নামা প্রথম ব্যাটসম্যান হিসেবে হাফ-সেঞ্চুরি পূরণ করেন আমির।২ ০০৩ সালে কেপটাউনে ইংল্যান্ডেরই বিপক্ষে ১৬ বলে ৪৩ রান করে এই রেকর্ডটি ছিল এগারতম ব্যাটসম্যান শোয়েব আখতারের।
ইংল্যান্ড ৩ উইকেট হারিয়ে করে ৪৪৪ রান। যা কীনা ওয়ানডে ক্রিকেট ইতিহাসের দলীয় সর্বোচ্চ। আগের শ্রীলঙ্কার দখলে ছিল। ২০০৬ সালে নেদারল্যান্ডসের বিপক্ষে ৪৪৩ রান করে তারা।
ছক্কার বন্যা বয়ে যায় ম্যাচে। ১৬টি ছক্কা এক ম্যাচে ইংল্যান্ডের সর্বোচ্চ। ম্যাচে ১৭১ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন অ্যালেক্স হেলস। যা কীনা ইংল্যান্ডের হয়ে যা ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস। ১৯৯৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে রবিন স্মিথ করেন অপরাজিত ১৬৭ রান।
ম্যাচে ১০ ওভারে ১১০ রান দেন পাকিস্তানি বোলার ওয়াহাব রিয়াজ। খরুচে বোলিংয়ের তালিকায় ওয়ানডে ইতিহাসে এটি দ্বিতীয়। ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০ ওভারে ১১৩ রান দেন অজি পেসার মিক লুইস।
Discussion about this post