দলের অন্যতম সেরা তারকা সালমা খাতুন ইনজুরিতে। তারপরও ঝড় তোলার স্বপ্ন দেখছেন জাহানারা আলম। আয়ারল্যান্ডকে সিরিজের প্রতিটি ম্যাচেই হারানোর ছক কষেছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক।
২ সেপ্টেম্বর আয়ারল্যান্ড সফরের জন্য ঢাকা ছাড়ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সফরে দুটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টির সিরিজ খেলবে লাল-সবুজের মেয়েরা।
অধিনায়ক জাহানারা বলেন, ‘আমাদের লক্ষ্য থাকবে সবকটি ম্যাচই জেতার। গত চার বছরে আমাদের মাঝে অনেক পরিবর্তন এসেছে। অভিজ্ঞতাও বেড়েছে। আশা করি এবার আরো ভালো করবো।’
সালমা খাতুন কাঁধের চোটে পড়েছেন। এই অলরাউন্ডারের অভাবটা হয়তো টের পাবে দল। জাহানারা বললেন, ‘সালমা আপু খুব ভালো একজন অলরাউন্ডার। এই সিরিজে আমরা তাকে খুব মিস করবো।’
সফরে টি-টুয়েন্টি ম্যাচ দিয়ে মাঠে গড়াবে লড়াই। ৫ ও ৬ সেপ্টেম্বর হবে সংক্ষিপ্ত ফরম্যাটের ম্যাচ দুটি। এরপর ৮ ও ১০ সেপ্টেম্বর হবে দুটি ওয়ানডে ম্যাচ।
নারী দলের প্রধান নির্বাচক সাবেক ক্রিকেটার আতাহার আলী খান যাচ্ছেন ম্যানেজারের বাড়তি দায়িত্ব নিয়ে। থাকছেন কোচ সারোয়ার ইমরানও।
আয়ারল্যান্ড সফরের বাংলাদেশ দল:
সানজিদা ইসলাম ময়না, আয়শা রহমান শুকতারা, ফারজানা হক পিংকি, লতা মন্ডল, রুমানা আহমেদ, নিগার সুলতানা, রিতু মনি, ফাহিমা খাতুন, জাহানারা আলম, নাহিদা আক্তার, পান্না ঘোষ, খাদিজাতুল কুবরা, সুরাইয়া আজমিন ছন্দা, জান্নাতুল ফেরদৌস সুমনা।
স্ট্যান্ডবাই: শারমিন আক্তার সুপ্তা, শায়লা রহমান।
Discussion about this post