তার বাবা রাজশাহীর মানুষ। সেই হিসেবে তাকে বাংলাদেশি বলা যেতেই পারে। কিন্তু তার মা রাশিয়ান। সেখানকার আলো বাতাসেই বেড়ে উঠেছেন তিনি। তাইতো মার্গারিতা মামুন ‘বাংলাদেশি’ হয়েও ঠিক বাংলাদেশের নাগরিক নন। এই তরুনী রিও অলিম্পিকে চমকে দিলেন। বাংলাদেশি বংশোদ্ভূত রাশিয়ান জিমন্যাস্ট মার্গারিতা মামুন জিতলেন সোনার পদক। রিদমিক জিমন্যাস্টিক্সের একক অল-অ্যারাউন্ড ইভেন্টে সোনা জিতেছেন রাজশাহীর এই তরুনী।
তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন স্বদেশি ইয়ানা কুদ্রিভাতসেভাকে টপকে ৭৬.৪৮৩ স্কোর করেন মার্গারিতা।
মস্কোতে জন্ম নেওয়া মার্গারিতার মামুনের বাবা আবদুল্লাহ আল মামুন বাংলাদেশি। আর তার মা আনা সাবেক রিদমিক জিমন্যাস্ট। জুনিয়র লেভেল থেকেই বহু আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেওয়া মার্গারিটা রিদমিক জিমন্যাস্টিকসে বিশ্বরেকর্ডের মালিক।
জানা গেছে গত তত্ত্বাবধায়ক সরকারের সময় তার বাবা বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনে যোগাযোগ করেছিলো তার মেয়েকে বাংলাদেশের হয়ে অংশগ্রহন করানোর জন্য। কিন্তু বিস্ময়কর হলেও সত্য তখনকার প্রশাসন আগ্রহ প্রকাশ করেনি। তাইতো রাশিয়ার হয়ে অলিম্পিকে অংশ নেন ২০ বছর বয়সী মার্গারিতা।
Discussion about this post