দেশে ফেরার জন্য মনটা অস্থির হয়ে উঠেছে মুস্তাফিজুর রহমানের। কিন্তু ডাক্তারের পরামশটাও মেনে চলতে হচ্ছে কাটার মাস্টারকে। সেই বিধি-নিষেধ শেষ করে আগামী সোমবার ঢাকায় ফেরার কথা দ্য ফিজের।
লন্ডনে অস্ত্রোপচার শেষে অনেকটা সুস্থ হয়ে গেছেন মুস্তাফিজ। তবেপুনর্বাসন প্রক্রিয়া শেষ করে মাঠে ফিরতে প্রায় ছয় মাস সময় লাগবে তাঁর। অস্ত্রোপচারের ধকল কাটাতে আরও দুই দিন লন্ডনে থাকছেনতিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘মুস্তাফিজ সোমবার সকাল হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দরে এসে পৌঁছাবে।’
মুস্তাফিজের ইনজুরি নিয়ে জালাল ইউনুস বলেন, ‘অস্ত্রোপচারের পর ইংল্যান্ডে হালকা একটা পুর্নবাসন চলছে মুস্তাফিজের। আশা করি আগামী চার সপ্তাহ পর পুরো মাত্রায় পুর্নবাসন প্রক্রিয়া শুরু করতে পারবে মুস্তাফিজ।’
গত ১১ আগস্ট অস্ত্রোপচার করা হয় মুস্তাফিজের। কেনসিংটনের বুপা ক্রমওয়েল হাসপাতালের অভিজ্ঞ অর্থোপেডিক সার্জন অ্যান্ড্রু ওয়ালেস ফিজের বাঁ-কাঁধের অস্ত্রোপচার সফলভাবে শেষ হয়।
Discussion about this post