এশিয়ায় অস্ট্রেলিয়ার সাফল্য যেন সোনার হরিন হয়ে গেছে। বুধবার কলম্বো টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ১৬৩ রানের বড় ব্যবধানে হেরেছে দলটি। আর তাতেই তিন ম্যাচ সিরিজে হোয়াইটওয়াশ (০-৩) হওয়ার লজ্জায় পড়ল অজিরা। এরপরই টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারাল অস্ট্রেলিয়া। তাদের পেছনে ফেলে টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠে এলো বিরাট কোহলির ভারত।
বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া পোর্ট অব স্পেন টেস্টে যদি ওয়েস্ট ইন্ডিজকে কোহলির দল হারাতে না পারে তবে শীর্ষস্থান হারাবে ভারত। সেক্ষেত্রে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠবে পাকিস্তান।
শ্রীলঙ্কার কাছে ৩-০ ব্যবধানে বিধ্বস্ত হওয়া অস্ট্রেলিয়া টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান থেকে দুই ধাপ পিছিয়ে তিনে নেমে গেছে। ইতিহাস জানাচ্ছে এশিয়ায় টানা তৃতীয়বার টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের লজ্জায় পড়ল অজিরা।
এদিকে বাংলাদেশ যথারীতি ৯ নম্বরেই রয়েছে। নিউজিল্যান্ড পঞ্চম, ওয়েস্ট ইন্ডিজ অষ্টম ও জিম্বাবুয়ে রয়েছে ১০ নম্বরে।
আইসিসির সর্বশেষ টেস্ট র্যাঙ্কিং
১. ভারত (১১২ পয়েন্ট)
২. পাকিস্তান (১১১)
৩. অস্ট্রেলিয়া (১০৮)
৪. ইংল্যান্ড (১০৮)
৫. নিউজিল্যান্ড (৯৯)
৬. শ্রীলঙ্কা (৯৯)
৭. দক্ষিণ আফ্রিকা (৯২)
৮. ওয়েস্ট ইন্ডিজ (৬৫)
৯. বাংলাদেশ (৫৭)
১০. জিম্বাবুয়ে (৮)
Discussion about this post