অস্ত্রোপচার যে করাতেই সেটা নিশ্চিত হয়ে গেছে আগেই। সেই কাজটি অবশ্য তেমন জটিল নয়। তবে এবার জানা গেল সেই ফিরে আসার পথটা বেশ কঠিনই মুস্তাফিজুর রহমানের। কেননা, তখন কঠিন লড়াই করতে হবে তাকে।
সবকিছু ঠিক থাকলে আগামী বৃহস্পতিবার লন্ডনে কাঁধের অস্ত্রোপচার হবে মুস্তাফিজুর রহমানের। তবে তার এই অপারেশন জটিল কিছু নয় বলে সংবাদ মাধ্যমকে জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ বিশ্বাস। লন্ডনের স্থানীয় সময় সকাল সাড়ে ১১টায় ক্রমওয়েল হাসপাতালে মুস্তাফিজের অস্ত্রোপচার করবেন প্রখ্যাত সার্জন অ্যান্ড্রু ওয়ালেস। মুস্তাফিজের পাশে থাকতে দেবাশীষ চৌধুরীকেও লন্ডন পাঠাচ্ছে বিসিবি।
এর আগে দেবাশীষ বললেন, ‘মুস্তাফিজের অপারেশনের স্থায়িত্ব খুবই কম। আশা করি ৩০-৪০ মিনিটের মতো লাগবে। কিন্তু এই অপারেশনের সবচেয়ে বাজে দিকটা হচ্ছে পুনর্বাসনের সময়টা। মাঠে ফিরতে বেশ সময় লাগবে।’
সঙ্গে বিসিবির এই চিকিৎসক আরো যোগ করলেন, ‘রুবেল হোসেনেরও এই অপারেশন হয়েছিল, সেটি অবশ্য হয়েছিল অপারেশন হয়েছিল, দক্ষিণ আফ্রিকায়। ওর মাঠে ফিরতে ৯ মাসের মতো লেগেছিল। তবে সব ঠিকমতো হলে আশা করি মুস্তাফিজের মাঠে ফিরতে ৫ থেকে ৬ মাস লাগতে পারে।’
জানা গেছে অপারেশনের এক সপ্তাহের মধ্যে দেশে ফিরতে পারেন মুস্তাফিজ। পুরোটা সময় কাটার মাস্টারের পাশে থাকবে বিসিবি। বলা দরকার ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে কাধের পুরনো চোটে পড়েন মুস্তাফিজ।
Discussion about this post