লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো না থাকায় অলিম্পিক ফুটবল অনেকটাই জৌলুস হারিয়ে ফেলেছে। অলিম্পিকের আকাশে ধ্রুবতারার মতো জ্বলার অপেক্ষায় রয়েছেন একা নেইমার। তবে মেসি, রোনালদো না থাকুক; আর্জেন্টিনা ও ব্রাজিল তো আছে! তাই ব্রাজিলে অনুষ্ঠিতব্য অলিম্পিক ফুটবল নিয়েও আগ্রহের কমতি নেই ফুটবলপ্রেমীদের।
আন্তর্জাতিক তারিখ অনুযায়ী, ৫ আগস্ট শুক্রবার অলিম্পিকের পর্দা উঠবে। তবে ব্রাজিলের সঙ্গে সময়ের পার্থক্যের কারণে বাংলাদেশ সময় শনিবার রাত ৪টা ৫০ মিনিটে ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে অলিম্পিকের ক্রীড়াযজ্ঞ শুরু হবে। তবে পর্দা ওঠার দুদিন আগেই বুধবার নারী ফুটবলের আসর শুরু হয়ে গেছে। আর বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে পুরুষ ফুটবল দলের লড়াই।
অলিম্পিক ফুটবলে সাধারণ অনূর্ধ্ব-২৩ দলের খেলোয়াড়রা অংশ নেয়। তবে সর্বোচ্চ তিনজন ২৩ বছরের বেশি বয়সী খেলোয়াড় অলিম্পিক ফুটবলে অংশ নেয়ার সুযোগ পান। ফলে আলোচিত তারকাদের ছাড়াই শুরু হচ্ছে অলিম্পিকের শিরোপার লড়াই।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত একটায় ব্রাসিলিয়ায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়বে স্বাগতিক ব্রাজিল। রাত তিনটায় রিও অলিম্পিক স্টেডিয়ামে আরেক হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে মেসিহীন আর্জেন্টিনা ও ক্রিস্টিয়ানো রোনালদোহীন পর্তুগাল।
‘এ’ গ্রুপে ব্রাজিলের অপর দুই প্রতিপক্ষ হচ্ছে ডেনমার্ক ও ইরাক। অন্যদিকে ‘ডি’ গ্রুপে দুবারের অলিম্পিক চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সঙ্গী আলজেরিয়া ও হন্ডুরাস। ব্রাজিল ও আর্জেন্টিনার গ্রুপ পর্বের ম্যাচগুলো বাংলাদেশ সময় রাত থেকে শুরু করে গভীর রাত এমনকি পরের দিন ভোরেও অনুষ্ঠিত হবে।
ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচের সময়সূচি:
ব্রাজিল বনাম দক্ষিণ আফ্রিকা: ৪ আগস্ট, রাত ১টা
আর্জেন্টিনা বনাম পর্তুগাল: ৪ আগস্ট, রাত ৩টা
আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: ৭ আগস্ট, রাত ৩টা
ব্রাজিল বনাম ইরাক: ৮ আগস্ট, সকাল ৭টা
আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: ১০ আগস্ট, রাত ১০টা
ব্রাজিল- বনাম ডেনমার্ক: ১১ আগস্ট, সকাল ৭টা
Discussion about this post