তাহলে মন গলছে আকিব জাভেদের। বাংলাদেশের কোচ হতে আগ্রহী নন-এমনটা জানিয়ে দিয়েছিলেন এই পাকিস্তানি। কিন্তু এবার শোনা যাচ্ছে এই পাকিস্তানি সাবেক পেসার বাংলাদেশে আসছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) হাইপারফরম্যান্স (এইচপি) ইউনিটের পেসারদের পরামর্শক হিসেবে তাকে নিয়োগ দেওয়া হচ্ছে। একই সঙ্গে স্বল্প মেয়াদে মাশরাফি-তাসকিনদেরও কোচিং করাবেন সাবেক এই তারকা পেসার।
সব কিছু ঠিক থাকলে আগামী ২৯ জুলাই ঢাকা আসার সম্ভাবনা রয়েছে আকিব জাভেদের।
অবশ্য হিথ স্ট্রিক চলে যাওয়ার পর থেকেই জাতীয় দলের জন্য একজন বোলিং কোচ খুঁজছে বিসিবি। সেক্ষেত্রে তারা চেয়েছিল আকিবকে। কিন্তু এই পদে তিনি আসতে রাজি নন। তাইতো ইংল্যান্ড সিরিজ সামনে রেখে আকিবের সঙ্গে কথা চালাচ্ছে বোর্ড। তবে বিসিবি এরইমধ্যে নিশ্চিত করেছেন বোলিং কোচ আসার আগে এক সপ্তাহের জন্য জাতীয় দলের বোলাররাও পাচ্ছেন আকিব জাভেদকে।
তবে পুরো মেয়াদের জন্য আপাতত বাংলাদেশে কাজ করতে রাজি নন আকিব। ৪৪ বছর বয়সী এই সাবেক পেসার পাকিস্তানের হয়ে ২২ টেস্ট খেলে নিয়েছেন ৫৪ উইকেট। ১৬৩ ওয়ানডেতে শিকার ১৮২ উইকেট।
Discussion about this post