পুরো পরিবার নিয়ে বাংলাদেশে থাকতেন তিনি। এমন কী বাংলাদেশ ক্রিকেট দলের কোচিং স্টাফদের মধ্যে মারিও ভিল্লাভারায়ন প্রায়ই হলি আর্টিজান বেকারিতে খেতে ও সময় কাটাতে যেতেন। গুলশান ট্র্যাজেডিতে এই অভিজাত রেস্টুরেন্টে ১৭ বিদেশী হত্যার ঘটনায় তাইতো একটু বেশিই ভয় পেয়ে গেছেন। এ কারণে ঢাকা আসতে কিছুটা দেরি হচ্ছে জাতীয় ক্রিকেট দলের এই ট্রেনারের।
বুধবার ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে শুরু হচ্ছে বাংলাদেশ দলের কন্ডিশনিং ক্যাম্প। এই ক্যাম্পে প্রথম থেকে থাকার কথা ছিল ট্রেনার মারিও ভিল্লাভারায়নের। কিন্তু তাকে ছাড়াই স্থানীয় দুই ট্রেনার প্রথম কয়েকদিন পরিচালনা করবেন ক্যাম্প।
টাইগারদের ক্যাম্প আপাতত পরিচালনা করবেন বিসিবির ফিটনেস ট্রেনার ইফতেখারুল ইসলাম। সঙ্গে দেখা যাবে ট্রেনার তুষার কান্তি হালদার।
ঈদের আগে ছুটিতে যান শ্রীলঙ্কান ভিল্লাভারায়ন। ঢাকায় ফেরার কথা ছিল ক্যাম্প শুরুর আগেই। কিন্তু গুলশানে জঙ্গী হামলার কারণে পরিবারের সঙ্গে আলোচনা করে তাকে আসতে হচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান সংবাদ মাধ্যমকে বলেন, ‘তিনি একটু পারিবারিক ঝামেলা আছে। বিদেশি কোচিং স্টাফদের মধ্যে একমাত্র তিনি-ই পরিবার নিয়ে ঢাকায় থাকতেন। এখন পরিস্থিতি নিয়ে পরিবারের সঙ্গে আলোচনা করছেন। যে কারণে তার ঢাকায় আসতে কিছুটা সময় লাগতে পারে। তবে তিনি ফিরবেন অবশ্যই।’
স্ত্রী-সন্তানদের নিয়ে প্রায়ই এখানে খেতে ও সময় কাটাতে যেতেন তিনি। হলি আর্টিজানের সবুজ লনে ছুটোছুটি করতে খুবই পছন্দ করত তার সন্তানরা। নিজেও সময়টা উপভোগ করতেন।
দেরি হলেও কোচ চন্ডিকা হাথুরুসিংহের আসা নিয়েও কোন শঙ্কা নেই বলে জানিয়েছে বিসিবি।
Discussion about this post