গুলশান ট্র্যাজেডিতে বদলে গেছে ঢাকার চালচিত্র। নিরাপত্তার ঘেরাটোপে এখন শহর। তারপরও শঙ্কা যেন পুরোপুরি কাটছে না। জানা গেল বাংলাদেশ ক্রিকেটের বিদেশী কোচরা তাদের নিরাপত্তার ব্যাপারে উদ্বিগ্ন রয়েছেন। এমন কী জাতীয় দলের কোচরা অবশ্য ঢাকায় ফিরেছেন। তবে বিসিবির হাই পারফরমেন্স (এইচপি) ইউনিটের প্রধান কোচ সাইমন হেলমোট নিরাপত্তাজনিত কারণে আসবেন কি না, এ নিয়ে তৈরি হচ্ছে শঙ্কা।
১৭ জুলাই এইচপি ক্যাম্প শুরু হওয়ার কথা। দলটির কোচ হিসেবে বিসিবি সাইমন হেলমোটকে নিয়োগ দিয়েছে। ক্যাম্প শুরু হওয়ার আগেই ঢাকায় আসা কথা এই অস্ট্রেলিয়ানের। তবে নিরাপত্তার শঙ্কার কারণে যথাসময়ে বাংলাদেশে নাও আসতে পারেন। যদিও বোর্ড আশা করছে ঠিক সময়ে এইচপি ক্যাম্পে যোগ দেবেন এই কোচ।
এনিয়ে এখনো কোনো কিছু অফিসিয়ালি জানাননি হেলমোট। এখন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ত্রিনবাগো নাইট রাইডার্সের দায়িত্বে রয়েছেন তিনি।
জানা গেছে পরিস্থিতির কথা চিন্তা করে বিদেশি কোচদের নিরাপত্তা নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করবে বিসিবি। বিসিবির পরিচালক আকরাম খান বলেন, ‘অবশ্যই বিদেশিদের অতিরিক্ত নিরাপত্তা দেওয়া দরকার।’ কোচদের প্রত্যেককে আলাদা করে নিরাপত্তা বলয় তৈরি করে দেয়ার কথা ভাবছে বোর্ড। যাতে সব জায়গায় নির্বিঘ্নে যেতে পারেন তারা।
Discussion about this post