মনে হচ্ছিল ম্যাচটা কোনভাবেই স্মরণীয় হয়ে থাকবে না। কেননা, শুরুতে ব্যাট হাতে তেমন কিছুই করতে পারেন নি। ১৫ বল খেলে করেন মাত্র ৭ রান। এরপর বোলিংয়ে প্রথম দুই ওভারে ফ্লপ সাকিব আল হাসান। কিন্তু বিশ্বসেরা অলরাউন্ডার বলে কথা। ফিরতে সময় নিলেন না। পরের দুই ওভারেই সেই চেনা চেহারায়। তুলে নিলেন একটি উইকেট। ৪ ওভারে খরচ করেন ২৫ রান।
সব মিলিয়ে সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টসকে ৫ রানে হারিয়ে ক্যারিবিয়ান ক্রিকেট লিগে (সিপিএল) শুভ সূচনা করেছে সাকিবের দল জ্যামাইকা তালাওয়াহস।
এর আগে শনিবার সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৫৩ রান করে জ্যামাইকা। করেন ক্রিস গেইল ৩৬ বল খেলে করেন ৫১ রান।
২০ বলে দুটি চার আর তিনটি ছক্কায় ৩৪ রানে অপরাজিত থাকেন আন্দ্রে রাসেল। কুমার সাঙ্গাকারার ব্যাটে ২৬।
জবাব দিতে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১৪৮ রান তুলে সেন্ট কিটস। ২৩ রানে ৩ উইকেট নেন কেসরিক উইলিয়ামস।
Discussion about this post