শেষ হল ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শেষ ষোলোর লড়াই। ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সেরা আটটি দেশ নিশ্চিত হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হবে সেমিফাইনালে ওঠার লড়াই।
শেষ আটে উঠা দেশগুলো হলো- পোল্যান্ড, ওয়েলস, পর্তুগাল, ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম, ইতালি ও আইসল্যান্ড।
চমক দেখিয়ে ফাইনালে উঠল আইসল্যান্ড। স্বাগতিক ফ্রান্সের বিপক্ষে লড়বে রূপকথার জন্ম দিয়ে কোয়ার্টারে পা রাখা ৩ লাখ ২০ হাজার জনসংখ্যার দেশটি। বৃহস্পতিবার প্রথম কোয়ার্টার ফাইনালে পোল্যান্ড ও পর্তুগাল মুখোমুখি হবে। বাংলাদেশ সময় রাত একটায় শুরু হবে ম্যাচটি।
কোয়ার্টার ফাইনালের সূচি-
প্রথম কোয়ার্টার: ওয়েলস বনাম বেলজিয়াম (৩০ জুন রাত একটায়)
দ্বিতীয় কোয়ার্টার: পোল্যান্ড বনাম পর্তুগাল (১ জুলাই রাত একটায়)
তৃতীয় কোয়ার্টার: জার্মানি বনাম ইতালি(২ জুলাই রাত একটায়)
চতুর্থ কোয়ার্টার: ফ্রান্স বনাম আইসল্যান্ড(০৩ জুলাই রাত একটায়)
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের সূচি:
প্রথম সেমিফাইনাল: প্রথম কোয়ার্টার ও দ্বিতীয় কোয়ার্টার বিজয়ী ( ৬ জুলাই রাত একটায়)
দ্বিতীয় সেমিফাইনাল: তৃতীয় কোয়ার্টার ফাইনাল ও চতুর্থ কোয়ার্টার ফাইনাল বিজয়ী (৭ জুন রাত একটায়)
ফাইনাল: প্রথম সেমিফাইনাল ও দ্বিতীয় সেমিফাইনাল বিজয়ী (১০ জুলাই রাত একটায়)।
Discussion about this post