ঈদের পরই ফের ব্যস্ত হয়ে উঠবে দেশের ক্রিকেট। এইতো শনিবার ঘোষণা করা হল- হাই পারফরম্যান্স (এইচপি) স্কোয়াড। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি ২৪ সদস্যের এই স্কোয়াড ঘোষণা করে।
সব কিছু ঠিক থাকলে আগামী ১৭ জুলাই থেকে মিরপুরের জাতীয় ক্রিকেট একাডেমিতে এইচপির ক্যাম্প শুরু হবে। এ কারণে একদিন আগে ১৬ জুলাই ক্রিকেটারদের রিপোর্ট করতে বলা হয়েছে।
এর আগে এইচপি ক্যাম্পের জন্য অস্ট্রেলিয়ান কোচ সাইমন হেলমটকে নিয়োগ দিয়েছে বিসিবি। এই অস্ট্রেলিয়ান কোচ বর্তমানে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের দল ত্রিনিদাদ ও টোবাগোর প্রধান কোচ হিসেবে কাজ করছেন।
এইচপি স্কোয়াড:
টপ অর্ডার ব্যাটসম্যান: সাদমান ইসলাম, মেহেদি মারুফ, আব্দুল মজিদ।
মিডল অর্ডার ব্যাটসম্যান: মেহেদি হাসান মিরাজ, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, আল আমিন, তাসামুল হক।
অলরাউন্ডার: মেহেদি হাসান, সাইফুদ্দিন, আলাউদ্দিন বাবু।
স্পিন বোলার: সানজামুল ইসলাম, নূর হোসেন মুন্না, তানভীর হায়দার, সাকলাইন সজিব।
পেস বোলার: আশিকুজ্জামান, মেহেদি হাসান রানা, শুভাশিস রায়, নূর আলম সাদ্দাম, আবু হায়দার রনি, দেওয়ান সাব্বির, এবাদত হোসেন চৌধুরী।
উইকেটকিপার: জাকির হাসান, ইরফান শুক্কুর।
Discussion about this post