নির্বাচক কমিটিতে নিজের অবস্থান হারালেন হাবিবুল বাশার সুমন। নির্বাচক কমিটিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাশারের জায়গায় কমিটিতে আনা হয়েছে নতুন মুখ সাজ্জাদ আহমেদ শিপনকে। অন্যদিকে মেয়েদের জাতীয় দলের নির্বাচক হিসেবে বাশারের নতুন দায়িত্ব দেয়া হয়েছে। রোববার বিসিবির কার্যনির্বাহী সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। জানা গেল কোচের পাশাপাশি ম্যানেজারও এখন জাতীয় দলে অন্যতম নির্বাচক! যা নিয়ে মিডিয়ায় অনেক লেখালেখি হয়েছে।
এদিকে সভা শেষে জানা যায়- টাইগারদের শ্রীলঙ্কান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে মেয়াদ বাড়াচ্ছে বিসিবি। ২০১৯ সালের বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের সঙ্গে থাকছেন হাথুরুসিংহে। শুধু এই লঙ্কানই নন পুরো কোচিং স্টাফই থাকছে ২০১৯ সালের বিশ্বকাপ পর্যন্ত।
বলা দরকার ২০১৪ সালের জুনে টাইগারদের সঙ্গে প্রধান কোচ হিসেবে যোগ দিয়েছিলেন হাথুরুসিংহে।
এদিকে ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগ পর্বে আবাহনী লিমিটেড ও প্রাইম দোলেশ্বরের মধ্যকার স্থগিত ম্যাচটি নিয়ে আলোচনা হয় সভায়। সেই ম্যাচটি নিয়ে পদক্ষেপ নিতে রোববার ৭২ ঘণ্টা সময় বেধে দিয়েছে বিসিবি।
আবাহনী ও দোলেশ্বরের স্থগিত ম্যাচটি নিয়ে তদন্ত করতে চার সদস্যের কমিটি করে দিয়েছে বোর্ড। যাদের কাজ হবে আগামী ৭২ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট সব মহলের সঙ্গে কথা বলে বিসিবির কাছে একটি রিপোর্ট দেওয়া। পরে বিসিবি রিপোর্টটি নিয়ে লিগ আয়োজক সিসিডিএমের সঙ্গে বসবে। এরপর ম্যাচটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিসিবি।
এছাড়া জানা গেছে ৬ নভেম্বর শুরু হবে বিপিএলের চতুর্থ আসর। চতুর্থ আসর নিয়ে ব্যাপক পরিকল্পনা আছে বোর্ডের।
Discussion about this post