আরেকটু হলে মাঠেই বড় দূর্ঘটনা ঘটে যাচ্ছিল। কিন্তু ধারনা করা হচ্ছে অল্পতেই রক্ষা পাচ্ছেন সোহরাওয়ার্দী শুভ। শনিবার ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে ব্যাটিংয়ের সময় তাসকিন আহমেদের বলে মাথার নিচের অংশে আঘাত পেয়ে মাঠ ছাড়তে হল তাকে।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ভিক্টোরিয়া-আবাহনী ম্যাচে ঘটে এই ঘটনা।
আবাহনীর পেস বোলার তাসকিনের বল বেশ সামাল দিচ্ছিলেন। কিন্তু ম্যাচের ২৫তম ওভারে এই দুর্ঘটনা।তাসকিনের একটি শর্ট বল না খেলে ছেড়ে দেন শুভ। কিন্তু বলটি অনেকটা নিচু হয়ে আসে। এক পর্যায়ে বল আঘাত করে হেলমেটের ঠিক নিচে, ঘাড়ের ডানপাশে বল লাগায় পড়ে যান শুভ।
সতীর্থ, প্রতিপক্ষের ক্রিকেটারদের সঙ্গে তখনই মাঠে ছুটে যান ফিজিও। প্রাথমিক চিকিৎসায় কাজ না হলে তাকে স্ট্রেচারে করে মাঠের বাইরে আনা হয় শুভকে। এই অলরাউন্ডার তখন হাত দিয়ে ঢেকে রেখেছিলেন চোখ।
তবে আঘাত কতটা গুরুতর- সেটা জানা যায়নি।বলা হচ্ছে- পেছনে নিচের দিকে ঘাড়ের কাছে জায়গাটা খুব ঝুঁকিপূর্ণ বলেই শঙ্কা।সিটি স্ক্যানের পরই জানা যাবে কতোটা শঙ্কামুক্ত শুভ।
Discussion about this post